ভিডিও EN
  1. Home/
  2. একুশে বইমেলা

ইমতিয়াজ আহমেদের কিশোর উপন্যাস ‘ভূতুড়ে জঙ্গল’

জাগো নিউজ ডেস্ক | প্রকাশিত: ০৬:৩৭ পিএম, ৩১ জানুয়ারি ২০২৪

অমর একুশে বইমেলা উপলক্ষে প্রকাশিত হয়েছে ইমতিয়াজ আহমেদের কিশোর উপন্যাস ‘ভূতুড়ে জঙ্গল’। বইটি প্রকাশ করেছে প্রিয় বাংলা। প্রচ্ছদ করেছেন এস এম জসিম ভূঁইয়া।

প্রকাশক জানান, বইটি প্রকাশনীর ৪০১ ও ৪০২ নম্বর স্টলে পাওয়া যাবে। এরই মধ্যে রকমারি, প্রথমা, বইফেরী, পিবিএসসহ বিভিন্ন অনলাইন বুকশপ থেকে অর্ডার করা যাচ্ছে। বইটির মলাট মূল্য ২০০ টাকা।

আরও পড়ুন: আসছে সালাহ উদ্দিন মাহমুদের দ্বিতীয় প্রবন্ধের বই 

বইটি প্রসঙ্গে লেখক বলেন, ‘বইটি অ্যাডভেঞ্চারমূলক কাহিনি নিয়ে লেখা। স্কুলপড়ুয়া একদল কিশোরের শ্বাসরুদ্ধকর অভিযান, ভৌতিক আবহের আড়ালে অপরাধের সন্ধান, শ্রেণিকক্ষে খুনসুটি, বন্ধুর প্রতি মমত্ব এবং মানবিকবোধ সম্পর্কিত কিশোর উপন্যাসটি কিশোর বয়সীদের আনন্দের খোড়াক হয়ে উঠবে।’

ইমতিয়াজ আহমেদ পেশায় শিক্ষক। পাশাপাশি পত্রিকা ও অনলাইন নিউজ পোর্টালে সাংবাদিকতা করেন। গল্প লেখার মধ্য দিয়ে সাহিত্যচর্চার হাতেখড়ি। প্রকাশিত অন্য বই- ‘কুয়াশায় মোড়ানো বিকেল’, ‘মৃত্যু’, ‘শূন্যতা ছুঁয়ে যায়’, ‘কবিতা ও প্রেম’ এবং ‘অশ্রু তুমি চিবুকেই হও শেষ’।

এসইউ/জিকেএস

আরও পড়ুন