ভিডিও EN
  1. Home/
  2. একুশে বইমেলা

বইমেলায় পাঠকের ভিড় দেখতে চাই: কিঙ্কর আহসান

সালাহ উদ্দিন মাহমুদ | প্রকাশিত: ১২:৫১ পিএম, ০৩ ডিসেম্বর ২০২৩

কিঙ্কর আহসান একজন ঔপন্যাসিক ও নির্মাতা। স্ক্রিপ্ট রাইটিং, বিজ্ঞাপন ও ডকুমেন্টরি নির্মাণের পাশাপাশি লেখালেখি করেন। সব কিছু ছাপিয়ে লেখক পরিচয়কে সবচেয়ে বেশি ভালোবাসেন তিনি। স্বপ্ন দেখেন, পৃথিবী একদিন বইয়ের হবে। এ পর্যন্ত তার সতেরোটি বই প্রকাশিত হয়েছে। তার মাঝে ‘রঙিলা কিতাব’, ‘মেঘডুবি’, ‘বিবিয়ানা’, ‘মধ্যবিত্ত’, ‘নীলডুমুর’ পাঠকপ্রিয়তা পেয়েছে।

সম্প্রতি বইমেলা ও বই প্রকাশ সম্পর্কে কথা বলেছেন জাগো নিউজের সঙ্গে। সাক্ষাৎকার নিয়েছেন কবি ও কথাশিল্পী সালাহ উদ্দিন মাহমুদ—

জাগো নিউজ: আগামী বইমেলায় আপনার কয়টি বই প্রকাশিত হচ্ছে?
কিঙ্কর আহসান: আপাতত একটির খবরও জানি না। তবে আগের বইগুলো থাকবে শিখা প্রকাশনী, পাঞ্জেরী এবং জ্ঞানকোষ প্রকাশনীর স্টলে।

আরও পড়ুন: স্টল বিন্যাসে বৈষম্য দূর হওয়া দরকার: প্রিন্স আশরাফ 

জাগো নিউজ: বাংলা একাডেমি আয়োজিত আগামী বইমেলা কেমন দেখতে চান?
কিঙ্কর আহসান: বইমেলায় পাঠকের ভিড় দেখতে চাই। ঘরে ঘরে চলে যাচ্ছে লেখকদের বই—এই দৃশ্য দেখাটা আনন্দের।

জাগো নিউজ: আপনার দেখা বিগত বইমেলায় কোনো অসংগতি চোখে পড়েছে?
কিঙ্কর আহসান: নিখুঁত তো কোনো কিছুই নয়। আমি আশাবাদী মানুষ। তবে বইমেলায় প্রবেশের জন্য টিকিট সিস্টেম থাকা দরকার বলে আমি মনে করি।

জাগো নিউজ: বইমেলায় বইয়ের বিক্রি বাড়ছে নাকি কমছে?
কিঙ্কর আহসান: বইমেলায় বইয়ের বিক্রি বাড়ছে অবশ্যই।

আরও পড়ুন: বইয়ের বিক্রি নির্ভর করে প্রচারণার ওপর: মাসুম আওয়াল 

জাগো নিউজ: বইয়ের প্রচারণাকে কোন দৃষ্টিতে দেখেন?
কিঙ্কর আহসান: প্রয়োজনের থেকেও বেশি ভালো দৃষ্টিতে দেখি।

জাগো নিউজ: বইমেলার পাঠকের জন্য কী পরামর্শ দেবেন?
কিঙ্কর আহসান: আমার লেখা পড়ুন। আমি ভালো লিখি। ধন্যবাদ সবাইকে।

এসইউ/জিকেএস

আরও পড়ুন