ভিডিও EN
  1. Home/
  2. একুশে বইমেলা

‘অর্থনৈতিক সাংবাদিকতা’ বইয়ের মোড়ক উন্মোচন

জাগো নিউজ ডেস্ক | প্রকাশিত: ০৬:২১ পিএম, ২৪ আগস্ট ২০২৩

সাংবাদিক ও লেখক আউয়াল চৌধুরীর ‘অর্থনৈতিক সাংবাদিকতা’ বইয়ের মোড়ক উন্মোচন করা হয়েছে। ২৩ আগস্ট নিউইয়র্কের ব্রুকলিনের চার্চ ম্যাকডোনাল্ডের নোয়াখালী সোসাইটির অডিটরিয়ামে বইটির মোড়ক উন্মোচন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নিউইয়র্ক মেয়র অফিস কমিউনিটি ইউনিটের মোহাম্মদ ভাই। বিশেষ অতিথি ছিলেন অ্যালায়েন্স অব সাউথ এশিয়ান আমেরিকান লেবারের (আসাল) সাধারণ সম্পাদক মোহাম্মদ করিম চৌধুরী, লেখক ও কলামিস্ট শামছুদ্দিন আজাদ, প্রো হেলথ হোম কেয়ার ও টিডিএস ইন্স্যুরেন্স ব্রোকারেজের ডিরেক্টর শিক্ষাবিদ মামুনুর রশিদ, সাংবাদিক ও কমিউনিটি ব্যক্তিত্ব প্রফেসর সৈয়দ জহির উদ্দিন আজাদ, রাজনীতিবিদ ও সামাজিক ব্যক্তিত্ব সালেহ আহমেদ মানিক।

আরও পড়ুন: ‘বলাকার পাখা দিয়ে’ বইয়ের মোড়ক উন্মোচন 

অনুষ্ঠানে বক্তারা বলেন, ‘সাংবাদিকতা অত্যন্ত কঠিন পেশা। এর মধ্যে অর্থনৈতিক সাংবাদিকতা আরও কঠিন কাজ। অঙ্কের হিসাবের মতোই বিশ্লেষণ করে রিপোর্ট তৈরি করতে হয়। আউয়াল চৌধুরী দীর্ঘসময় সেই কাজটি করে যাচ্ছেন। সাংবাদিকতার পাশাপাশি বই লিখে চলেছেন। এটি সমাজ এবং জাতির জন্য বিশেষ উপকারী।’

ডেমোক্র্যাট ও পলিটিক্যাল অ্যাক্টিভিস্ট এবং আসালের সাধারণ সম্পাদক করিম চৌধুরী বলেন, ‘আউয়াল চৌধুরী অত্যন্ত কষ্ট করে বইটি লিখেছেন। আমি বলবো সবাই যেন বইটি কেনেন। কারণ আমাদের সন্তানেরা এ দেশের ইকনোমি এবং বাংলাদেশের অবস্থা সম্পর্কে জানতে পারবে। একটি সেতুবন্ধন তৈরি হবে। এটি খুব প্রয়োজন।’

আরও পড়ুন: পাওয়া যাচ্ছে কিশোর জীবনী ‘হাজী মহম্মদ মহসিন’ 

বই সম্পর্কে সাংবাদিক আউয়াল চৌধুরী বলেন, ‘একজন সাংবাদিককে অনেক চড়াই-উৎরাই পেরিয়ে একটি রিপোর্ট তৈরি করতে হয়। কখনো কখনো হুমকির মুখেও পড়তে হয়। অর্থনীতির গতি-প্রকৃতি নিয়ে সাংবাদিকরাই বেশি ভূমিকা পালন করেন। এ জন্য একটি রিপোর্ট তৈরিতে একজন সাংবাদিকের কী করা উচিত বা সে কোন পথে এগোবে? বাধা এলে তার করণীয় কী? অর্থনৈতিক সাংবাদিকতার শুরু এবং বর্তমান অবস্থা ইত্যাদি বিষয়ে বইটিতে বিশদ আলোচনা করা হয়েছে।’

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সিনিয়র সাংবাদিক ও সামাজিক ব্যক্তিত্ব শহীদ উল্লাহ কাইছার, রাজনীতিবিদ ও ব্যবসায়ী রহমত উল্লাহ, লেখক ও সিনিয়র ফটোগ্রাফার আম্বিয়া বেগম, রাজনীতিবিদ ও সামাজিক ব্যক্তিত্ব আহসান উল্লাহ বাচ্চু, এসএ টিভির যুক্তরাষ্ট্র প্রতিনিধি শরীফ উদ্দিন সন্দ্বীপী, যমুনা টেলিভিশনের যুক্তরাষ্ট্র প্রতিনিধি আজিম উদ্দীন অভি, জাগো নিউজের সাবেক সিনিয়র রিপোর্টার মুরাদ হোসেন, বাংলাদেশ পোস্টের শাহীন হাওলাদার প্রমুখ।

এসইউ/জিকেএস

আরও পড়ুন