আসছে মোহাম্মদ নূরুল হকের প্রথম গবেষণাগ্রন্থ
কবি ও প্রাবন্ধিক মোহাম্মদ নূরুল হকের প্রথম গবেষণাগ্রন্থ ‘বাংলা উপন্যাসে বিধবা: বঙ্কিম-রবীন্দ্রনাথ-শরৎ’ প্রকাশিত হতে যাচ্ছে। আগামী সপ্তাহেই বইটি বাজারে আনছে প্রকাশনা সংস্থা বাংলানামা। বইটির প্রচ্ছদ করেছেন গৌরব চন্দ।
প্রকাশনা সংস্থা বাংলানামা জানায়, বইটি লেখকের প্রথম গবেষণাগ্রন্থ। পাঠকচাহিদা, গবেষক-সমালোচক ও বিশ্ববিদ্যালয়-শিক্ষার্থী ও শিক্ষকদের প্রয়োজনের কথা মাথায় রেখেই বইটি রচিত হয়েছে।
বইটি পাওয়া যাচ্ছে রকমারি ডটকমে। মূল্য রাখা হয়েছে ৫০০ টাকা। এছাড়া লেখকের সঙ্গে যোগাযোগ করেও সংগ্রহ করা যাবে।
আরও পড়ুন: পাওয়া যাচ্ছে অনার্য মুর্শিদের নতুন বই
মোহাম্মদ নূরুল হক একাধারে কবি, প্রাবন্ধিক, গল্পকার ও সাংবাদিক। এ পর্যন্ত তার সাতটি প্রবন্ধগ্রন্থ ও চারটি কবিতার বই প্রকাশিত হয়েছে।
প্রবন্ধগ্রন্থগুলো হলো: সাহিত্যে দশক বিভাজন ও অন্যান্য (২০১০), সমালোচকের দায় (২০১১), অহংকারের সীমানা ও অন্যান্য (২০১২), সমকালীন সাহিত্য চিন্তা (২০১২), সাহিত্যের রাজনীতি (২০১৩), কবিতার সময় ও মনীষার দান (২০১৬) এবং আহমদ ছফার বাঙালিদর্শন ও অন্যান্য (২০২০)।
কবিতার বইগুলো হলো: মাতাল নদীর প্রত্নবিহার (২০০৯), স্বরচিত চাঁদ (২০১১), উপ-বিকল্প সম্পাদকীয় (২০১৬) এবং লাল রাত্রির গান (২০২১)।
এসইউ/জিকেএস