ভিডিও EN
  1. Home/
  2. একুশে বইমেলা

বইমেলায় রাশেদ রানার চিঠিকাব্য

জাগো নিউজ ডেস্ক | প্রকাশিত: ১২:৪০ পিএম, ২৪ ফেব্রুয়ারি ২০২৩

অমর একুশে বইমেলা উপলক্ষে প্রকাশ হয়েছে কবি ও কথাসাহিত্যিক রাশেদ রানার নতুন চিঠিকাব্য ‘রূপকথার যাযাবর’। বইটি প্রকাশ করেছে চলন্তিকা পাবলিকেশন। প্রচ্ছদ করেছেন আইয়ুব আল আমিন।

এটি রাশেদ রানার প্রথম চিঠিকাব্য। এরআগে ‘মন পুরানের জোছনা’ নামে একটি উপন্যাস, ‘নিঝুম রাতের তারা’ ও ‘অতলান্তিক প্রেম’ নামে দুটি কাব্যগ্রন্থ প্রকাশ হয়েছে। সম্পাদিত গ্রন্থ আছে আটটি।

আরও পড়ুন: বইমেলায় সালাহ উদ্দিন মাহমুদের দশম বই 

রাশেদ রানা যাযাবর জীবনের জমে থাকা অভিব্যক্তি কখনো কাব্যিক ছন্দ, কখনো নির্মল বর্ণনায় প্রকাশ করেন শব্দমালা ঘিরে। চিঠিকাব্যটি তেমনই। এখানে কল্পনার জগতে সৃষ্ট চরিত্রের সঙ্গে আরেক কাল্পনিক চরিত্রের কথোপকথনে সৃষ্টি হয়েছে অনবদ্য শব্দমালার নান্দনিক বন্ধন। সুনিপুণভাবে তুলে ধরেছেন প্রেমিক হৃদয়ের আর্তি, যা পাঠকের আগ্রহকে স্পর্শ করবে অনায়াসেই।

রাশেদ রানার জন্ম দ্বীপশহর ভোলায়। প্রিয় সাহিত্যিক বহুমাত্রিক লেখক সাযযাদ কাদিরের দেওয়া রাশেদ রানা নামে তিনি পরিচিত। অবসর কাটান গান শুনে। ঘুরে বেড়িয়ে। সাহিত্যের কল্যাণে করেন বিভিন্ন সাংগঠনিক কাজ। নিজেরও প্রকাশনা সংস্থার সঙ্গে জড়িত।

এসইউ/জিকেএস

আরও পড়ুন