ভিডিও EN
  1. Home/
  2. একুশে বইমেলা

বইমেলায় কাব্য সুমীর ‘সুখ-অসুখ’

জাগো নিউজ ডেস্ক | প্রকাশিত: ০৫:৩৬ পিএম, ২৩ ফেব্রুয়ারি ২০২৩

অমর একুশে বইমেলা উপলক্ষে প্রকাশ হয়েছে কাব্য সুমী সরকারের বই ‘সুখ অসুখ ’। বইটি পাওয়া যাবে মেলার উদ্যান অংশে শ্রাবণ প্রকাশনীর ৬৭-৬৯ নম্বর স্টলে। প্রচ্ছদ করেছেন চারু পিন্টু। মুদ্রিত দাম ২০০ টাকা।

সাহিত্যিক হিসেবে কাব্য সুমী সরকার গদ্যে যথেষ্টই সৃজনশীল। দারুণ কিছু টপিকের ওপর কল্পজগতে ভর করে ভিন্নমাত্রায় পৌঁছেছেন তিনি। ‘সুখ-অসুখ’ নামের উপন্যাসে তিনি যে কল্পশক্তির প্রকাশ ঘটিয়েছেন, পাঠমাত্রই বিস্মিত হবেন বিদগ্ধ পাঠক।

আরও পড়ুন: বইমেলায় আউয়াল চৌধুরীর উপন্যাস ‘আফসানা’ 

সাইকোলজিক্যাল গেম বলা যেতে পারে ‘সুখ-অসুখ’ বইটিকে। নিঃসন্দেহে তার সেরা রচনা এটি। বইটিতে অনুভূতির সুক্ষ্মতম জায়গায় নাড়া দিতে পেরেছেন লেখক। ফলে লেখককেই খুঁজে ফিরবেন অনুরাগী পাঠক!

মূলত সুখ-অসুখ পাঠ ছাড়া কাব্য সুমী সরকার অনেকটাই অচেনা থেকে যাবেন। তিনি আশা করেন, বইটি পাঠক সমাজে ব্যাপকভাবে পঠিত ও সমাদৃত হবে।

এসইউ/জিকেএস

আরও পড়ুন