ভিডিও EN
  1. Home/
  2. একুশে বইমেলা

শরাফত হোসেনের কাব্যগ্রন্থ ‘নির্বাচিত উনপঞ্চাশ’

জাগো নিউজ ডেস্ক | প্রকাশিত: ০৩:১৫ পিএম, ২৩ ফেব্রুয়ারি ২০২৩

অমর একুশে বইমেলায় প্রকাশ হয়েছে শরাফত হোসেনের কবিতার বই ‘নির্বাচিত উনপঞ্চাশ’। বইটি প্রকাশ করেছে শ্রাবণ প্রকাশনী। প্রচ্ছদ করেছন ধ্রুব এষ।

প্রকাশক রবীন আহসান জানান, ২১ ফেব্রুয়ারি থেকে শ্রাবণের ৬৭-৬৮-৬৯ নম্বর স্টলে বইটি পাওয়া যাচ্ছে। এ ছাড়া অনলাইন বুকশপ প্রথমা, রকমারি ও জলপড়ে ডটকমে পাওয়া যাচ্ছে বইটি।

শরাফত হোসেন বলেন, ‘কবিতা আমার কাছে প্রার্থনা, অনুভূতির গভীরতম প্রকাশ। মানবতা যেখানে গৌণ—স্বার্থের কাছে; সেখানে কবিতা মহৎ এক শিল্পমাধ্যম-আত্মার শুদ্ধি, বোধের জাগরণ।’

আরও পড়ুন: বইমেলায় সালাহ উদ্দিন মাহমুদের দশম বই 

শরাফত হোসেন স্কুলজীবন থেকেই লেখালেখির সঙ্গে যুক্ত। ২০০৭ সাল থেকে ‘সাহিত্য একাডেমি পত্রিকা’র নির্বাহী সম্পাদক। সম্পাদনা করছেন ছোটকাগজ ‘বুক রিভিউ’।

বর্তমানে কাজ করছেন দৈনিক ইত্তেফাকের ডিজিটাল বিভাগের প্রধান হিসেবে। পড়াশোনা ব্যবসায় প্রশাসনে। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে স্নাতকোত্তর সম্পন্ন করেন।

লেখকের প্রকাশিত কাব্যগ্রন্থের মধ্যে উল্লেখযোগ্য ‘ঘাসফুল তোমার সাথে’, ‘ফিরে আসি কাচের শহরে’, ‘কাফনলিপি (যৌথ)’।

এসইউ/জিকেএস

আরও পড়ুন