এ কে এম আব্দুল মতিনের ‘আমি কিশোরী হলাম’
অমর একুশে বইমেলায় প্রকাশ হয়েছে এ কে এম আব্দুল মতিনের মাসিককালীন স্বাস্থ্যবিধি চর্চা বিষয়ক গল্পগুচ্ছ ‘আমি কিশোরী হলাম’। বইটি প্রকাশ করেছে প্রতিবিম্ব প্রকাশনী। পাওয়া যাচ্ছে আইডিয়া প্রকাশনের ৫১০ নম্বর এবং পাতা প্রকাশের ৫৫৭ নম্বর স্টলে।
লেখক আব্দুল মতিন বলেন, ‘একজন নারী যখন বয়ঃসন্ধিকালে পৌঁছে, তখন বিশেষ এক ঘটনা হচ্ছে মাসিক বা পিরিয়ড। এ সময় নারীর মানসিক চাপ বাড়ে। বাড়ে মানসিক অস্বস্তি ও অস্থিরতা। এর প্রভাব পড়ে কাজের ওপর। কাটাতে হয় গা ঘিনঘিনে অস্থিরতার মধ্য দিয়ে।’
আরও পড়ুন: বইমেলায় আউয়াল চৌধুরীর উপন্যাস ‘আফসানা’
তিনি বলেন, ‘এ জন্য চাই নারী-পুরুষের সম্মিলিত প্রচেষ্টা, দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিদের আন্তরিকতা এবং রাষ্ট্রের দায়বদ্ধতার বাস্তবায়ন। তার জন্য চাই সর্বস্তরের সচেতনতা। তারই একটি ক্ষুদ্র প্রয়াস আমার এই বাস্তবভিত্তিক গল্পমালা।’
লেখক আরও বলেন, ‘ঘটনাবহুল জীবনের কিছু বাস্তব ঘটনাকে শৈল্পিক শব্দমালায় সজ্জিত করে উপস্থাপন করেছি বইয়ের মাধ্যমে। গল্পগুচ্ছ নারী-পুরুষ সবার জন্য অনুপ্রেরণার সঞ্চার করবে। মাসিককালীন পরিচর্যায় যথাযথ ব্যবস্থা গ্রহণে উৎসাহিত করবে।’
এসইউ/জিকেএস