ভিডিও EN
  1. Home/
  2. একুশে বইমেলা

বাচ্চাদের হাতে মোবাইল ফোন না দিয়ে বই তুলে দিন: জাফর ইকবাল

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ০৪:২১ পিএম, ০৩ ফেব্রুয়ারি ২০২৩

অধ্যাপক মুহম্মদ জাফর ইকবাল বলেছেন, বাচ্চাদের হাতে মোবাইল ফোন না দিয়ে বই তুলে দিন। বাচ্চাদের বই পড়ান। এখন অভিভাবকরা দেখি বাচ্চাদের খাওয়ার সময় মোবাইল হাতে দিয়ে খাওয়ান। তাদের হাতে বই দিন, মোবাইল ফোন দিয়েন না।

শুক্রবার (৩ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৩টায় অমর একুশে বইমেলায় সিসিমপুরের শিশুপ্রহরের উদ্বোধন অনুষ্ঠানে তিনি বলেন এসব কথা।

তিনি বলেন, অনেক দিন পর আমি সিসিমপুরের এই অনুষ্ঠানে আবার যুক্ত হলাম। জুলিয়া নামে নতুন এক চরিত্র যুক্ত হবে এবার সিসিমপুরে। বাচ্চাদের অনেকের এখন দেখা যায়, বুদ্ধি কম। এটার কারণ অনেকটা বই না পড়িয়ে মোবাইল হাতে দেওয়া। তাই অভিভাবকদের বলবো, আপনারা বাচ্চাদের হাতে মোবাইল না দিয়ে বই তুলে দিন।

আরও পড়ুন: দ্বিতীয় দিনেই জমজমাট বইমেলা 

অনুষ্ঠানে আরও বক্তব দেন অমর একুশে বইমেলা পরিচালনা কমিটির সদস্য সচিব ডা. মুজাহিদুল ইসলাম।

অনুষ্ঠানে বক্তব্য শেষে ফিতা কেটে শিশুপ্রহর উদ্বোধন করেন অধ্যাপক জাফর ইকবাল।

আরএসএম/এমএইচআর/জিকেএস