ভিডিও EN
  1. Home/
  2. একুশে বইমেলা

আসছে স্নেহার থ্রিলার ‘অশরীরী’

জাগো নিউজ ডেস্ক | প্রকাশিত: ০৮:১০ এএম, ১৬ জানুয়ারি ২০২৩

লামিয়া হান্নান স্নেহা মাধ্যমিক পাড় করেছেন, উচ্চমাধ্যমিকে ভর্তি হওয়ার পথে। এরই মধ্যে তার লেখা একটি বই পাঠকমহলে বেশ সাড়া ফেলেছে গতবছর।

এবার আসছে তার দ্বিতীয় বই ‘অশরীরী’। অমর একুশে বইমেলা উপলক্ষে প্রকাশ হতে যাচ্ছে বইটি। জাওয়াদ উল আলমের প্রচ্ছদে বইটি প্রকাশ করছে প্রকাশনা সংস্থা তাম্রলিপি।

৯৬ পৃষ্ঠার বইটির মূল্য রাখা হয়েছে ২৮০ টাকা। বিশেষ ছাড়ে বিভিন্ন অনলাইন বুকশপে চলছে বইটির প্রি-অর্ডার।

আরও পড়ুন: প্রকাশ হলো ইকরামুল হাসান শাকিলের ‘দেবী’ 

বইটি প্রসঙ্গে স্নেহা বলেন, ‘এসএসসি পরীক্ষা শেষ হওয়ার আগেই আরেকটি সায়েন্স ফিকশন লিখছিলাম, ভেবেছিলাম সেটিই প্রকাশ করব এবার। কিন্তু পরীক্ষা শেষ হতেই হঠাৎ এক ভূত চড়ে বসল মাথায়। নতুন বইটি লেখা শুরু করলাম। এক প্রকারের উত্তেজনা অনুভব করেছি লেখার সময়। পাঠকের মনেও বইটির প্রতি আকর্ষণ ও উত্তেজনা থাকবে।’

লামিয়া হান্নান স্নেহা ২০০৬ সালের ৯ নভেম্বর জন্মগ্রহণ করেন। বাবা মোহাম্মদ হান্নান এবং মা ফাতেমা আক্তার রুনা। তার প্রকাশিত প্রথম বই ‘ভিনগ্রহী’।

এসইউ/জিকেএস

আরও পড়ুন