ভিডিও EN
  1. Home/
  2. একুশে বইমেলা

ত্রিশ টাকায় মাসুদ পথিকের কবিতার বই

জাগো নিউজ ডেস্ক | প্রকাশিত: ০৬:৩২ এএম, ১০ ফেব্রুয়ারি ২০১৬

মাসুদ পথিক বর্তমান তরুণ কবিদের মধ্যে অন্যতম একজন কবি। পাশাপাশি একজন রুচিশীল চলচ্চিত্র নির্মাতাও। তিনি কবি নির্মলেন্দু গুণের কালজয়ী কবিতা ‘নেকাব্বরের মহাপ্রয়াণ’ নিয়ে একটি চলচ্চিত্র নির্মাণ করেছেন।

কবিতার সঙ্গেই তার সবধরনের সখ্য। তাই এবার অমর একুশে বইমেলায় স্বল্পমূল্যে কবিতার বই এনেছেন তিনি। বইটির মূল্য রাখা হয়েছে মাত্র ত্রিশ টাকা।

‘চাষার পুত’ খ্যাত মাসুদ পথিকের ‘রোলকলের বাইরে থেকে জেনেছি এই কৃষক জন্মের কারিকুলাম’ বইটি এসেছে এবারের বইমেলায়। বইটি প্রকাশ করেছে কবিতাচর্চা প্রকাশনী।

শিল্পী চারু পিন্টুর প্রচ্ছদে ৩২ পৃষ্ঠার কবিতার বইটি পাওয়া যাচ্ছে বাংলা একাডেমি প্রাঙ্গনে লিটলম্যাগ চত্বরের কবিতাচর্চার স্টলে।

স্বল্পমূল্য প্রসঙ্গে কবি মাসুদ পথিক বলেন, ‘যারা ৭০০ টাকা দাম থাকায় ‘চাষার পুত’ কিনতে পারেননি, তারা নিশ্চয়ই এই বইয়ের দামে স্বস্তি পাবেন।’

এসইউ/পিআর