ভিডিও EN
  1. Home/
  2. একুশে বইমেলা

অষ্টম দিনে মেলায় ৭৫টি নতুন বই

প্রকাশিত: ০২:০৫ পিএম, ০৮ ফেব্রুয়ারি ২০১৬

অমর একুশে বইমেলার অষ্টম দিনে ৭৫টি নতুন বই এসেছে। তার মধ্যে রয়েছে গল্প, মুক্তিযুদ্ধ বিষয়ক গ্রন্থ, উপন্যাস, কবিতা ও জীবনীসহ অন্যান্য। মেলার বিভিন্ন স্টলে পাওয়া যাচ্ছে এসব বই। বাংলা একাডেমির জনসংযোগ দফতর থেকে এ তথ্য জানা গেছে।

নতুন বইয়ের মধ্যে রয়েছে, গল্প ২টি,  উপন্যাস ১৯টি, প্রবন্ধ ৫টি, কবিতা ১৫টি, গবেষণা ২টি, শিশুসাহিত্য ৭টি,  জীবনী ৩টি, মুক্তিযুদ্ধ ১টি, বিজ্ঞান ২টি, ভ্রমণ ২টি, ইতিহাস ৩টি, রম্য/ধাঁধা ২টি এবং অন্যান্য ১২টিসহ মোট ৭৫টি।

এএসএস/এমএম/এমএইচ/একে/এবিএস