ভিডিও EN
  1. Home/
  2. একুশে বইমেলা

প্রেমের কবিতা নিয়ে ‘কথকথা’

প্রকাশিত: ১২:১১ পিএম, ০৬ ফেব্রুয়ারি ২০১৬

প্রেম অনাদি অনন্ত। প্রেম এক অবিনাশী দর্শন। যেখানে প্রেমের উপলব্ধি আছে সেখানে প্রাণের উপস্থিতি নিশ্চিত। প্রাণ বন্দনার প্রথম সোপান যদি হয় প্রেম তবে এর আক্ষরিক ব্যাঞ্জনার নাম কবিতা। তার যুক্তি এটুকুই, প্রেম সৃজনশীল এবং ধ্বংস বিরোধী।

এমনি বোধ নিয়ে মেলায় এসেছে কর্মকার অনুপ কুমারের কাব্যগ্রন্থ ‘কথকথা’। এটি একটি ধারাবাহিক কবিতার বই। এবারই প্রথম পর্ব প্রকাশিত হচ্ছে। প্রথম পর্বের নাম ‘প্রথম যৌবন’। বইটির সব কবিতায় দু’টি চরিত্রকে কেন্দ্র করে তাদের আলাপচারিতার প্রেমের বহিঃপ্রকাশ ঘটেছে। অর্থাৎ মানুষের জীবনে বয়সভিত্তিক কতগুলো ধাপ আছে। প্রত্যেক ধাপেই মানুষ নতুন ভাবে প্রেমে পড়ে। প্রথম যৌবনে দু’জন প্রেমিক-প্রেমিকা কীভাবে তাদের প্রেমের আলাপচারিতায় মগ্ন হয় একে অপরের প্রতি তার নিখুঁত চিত্রায়ন হয়েছে বইটির প্রত্যক কবিতায়।

একনজরে-
বইয়ের নাম : কথকথা
কবির নাম : কর্মকার অনুপ কুমার
এবারের পর্ব : প্রথম যৌবন
কবিতার সংখ্যা : ৩৫
কবিতার ধরণ: প্রেমের কবিতা
প্রচ্ছদ শিল্পী : রাজিব রায়
প্রকাশনা সংস্থা : বাংলার কবিতা প্রকাশন
প্রকাশক : আহসান আল আজাদ
মূল্য : ৯০ টাকা (নির্ধারিত কমিশন বাদ দেয়ার পর)
প্রাপ্তিস্থান : বইমেলার লিটলম্যাগ চত্বরে ‘বাংলার কবিতাপত্র’র স্টলে। স্টল নং-১১।

এসইউ/আরআইপি