ভিডিও EN
  1. Home/
  2. একুশে বইমেলা

বিক্রির টার্গেট নেই, তারপরও বই মেলায়!

প্রকাশিত: ০১:৫৪ পিএম, ০৫ ফেব্রুয়ারি ২০১৬

অমর একুশে বই মেলায় বিক্রির টার্গেট নিয়ে অনেকে অংশ নিলেও কেবলমাত্র প্রচারের জন্য প্রাণের মেলায় অংশ নিয়েছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড। শিশুদের উৎসাহ উদ্দীপনা দিতেই মূলত বাংলা একাডেমির বইমেলায় অংশ নিয়েছেন তারা।

সরেজমিনে দেখা গেছে, প্রাথমিক পর্যায় থেকে শুরু করে বিভিন্ন শ্রেণির বইগুলো নিয়ে এবারের মেলায় হাজির হয়েছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড। শিশুরাও স্বতঃস্ফুর্তভাবে স্টল ঘুরে দেখছেন তাদের নতুন নতুন বইগুলো।

স্টলে দায়িত্বরত সেকশন অফিসার মো. সোলাইমান জানান, শিক্ষামন্ত্রণায়ের একটি স্টল মেলায় রয়েছে তা জানান দিতেই মেলায় অংশ নেয়া হয়েছে।

তিনি আরো জানান, ছোট সোনামনিদের উৎসাহ উদ্দীপনা বাড়িয়ে তুলতেই নতুন নতুন বই নিয়ে মেলায় এসেছেন তারা।

শিশুরাও নতুন নতুন বই দেখে স্টলে আসছে জানিয়ে তিনি বলেন, পরবর্তী ক্লাশের বই আগাম দেখাতেই অনেকের আগ্রহ বেশি দেখা যাচ্ছে মেলায়।

এএসএস/এমএম/এএইচ/এমএস