ভিডিও EN
  1. Home/
  2. একুশে বইমেলা

চতুর্থ দিনে মেলায় ৯৩টি নতুন বই

প্রকাশিত: ০২:০৩ পিএম, ০৪ ফেব্রুয়ারি ২০১৬

বাঙালির প্রাণের মেলা অমর একুশে বইমেলার চতুর্থ দিনে (বুধবার) ৯৩টি নতুন বই এসেছে। বইমেলার বিভিন্ন স্টলে পাওয়া যাচ্ছে এসব বই। বাংলা একাডেমির গণসংযোগ বিভাগ থেকে এ তথ্য জানানো হয়েছে।

নতুন বইয়ের মধ্যে রয়েছে, গল্পগ্রন্থ ১৭টি, উপন্যাস ২০টি, প্রবন্ধ ১৩টি, কবিতা ১৩টি, গবেষণা ৩টি, ছড়া ৩টি, শিশু সাহিত্য ২টি, মুক্তিযুদ্ধ ১, বিজ্ঞান ২, ভ্রমণ ২টি, ধর্মীয় ২, সায়েন্স ফিকশন ১ এবং অন্যান্য ১৪টি বই রয়েছে।

এএসএস/এমএইচ/আরএস/পিআর

আরও পড়ুন