ভিডিও EN
  1. Home/
  2. একুশে বইমেলা

বাংলা একাডেমিতে আন্তর্জাতিক কবিতা উৎসব বুধবার

প্রকাশিত: ০২:২৫ পিএম, ০২ ফেব্রুয়ারি ২০১৬

অমর একুশে এবং বাংলা একাডেমির হীরক জয়ন্তী উদযাপন উপলক্ষে বুধবার বাংলা একাডমিতে আন্তর্জাতিক কবিতা উৎসব অনুষ্ঠিত হবে।

এতে স্লোভাকিয়া, মরোক্কো, সুইডন, চীন, তাইওয়ান, যুক্তরাজ্য, ভারত ও বাংলাদেশের কবিরা অংশ নেবেন।

মঙ্গলবার রাতে বাংলা একাডেমির জনসংযাগ, তথ্যপ্রযুক্তি ও প্রশিক্ষণ বিভাগের পরিচালক অপরশ কুমার ব্যানার্জী প্রেরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, বুধবার সকাল ১০টায় উৎসবের প্রথম অধিবেশন অনুষ্ঠিত হবে একাডেমির আবদুল করিম সাহিত্যবিশারদ মিলনায়তনে। এতে বাংলা ও বিশ্বকবিতা বিষয় প্রবন্ধ পাঠ করবেন ব্রিটিশ কবি ও জীবনানদ গবেষক জা উইটার এবং বাংলাদেশের কবি মুহম্মদ নূরল হুদা।

কবিতাপাঠে অংশ নেবেন ব্যাংক্ট বার্গ, মিলান রিচার্ড, ড. বনাইছা বহুমালা, জাকারিয়া বহুমালা, ড. লি ফা আর, লি রা ইয়াং, ড. ফাং ইয়াও চিয়ন, তাই চি চ, চন সিউ জন, কবি আসাদ চৌধুরী, রবী রহমান, নির্মলেন্দু গুণ, মহাদব সাহা, রবিউল হুসাইন, কাজী রাজী, আনায়ারা সৈয়দ হক, আমিনুর রহমান।

এতে সভাপতিত্ব করবেন সব্যসাচী লেখক সৈয়দ শামসুল হক। সঞ্চালনা করবেন কবি আসাদ চৌধুরী ও কায়সার হক।

এদিকে বিকেল ৪টায় মেলার মূল মঞ্চ কবিতা উৎসবের দ্বিতীয় অধিবেশনে কবিতা পাঠে অংশ নেবেন কবি আলতাফ হােসেন, মুহম্মদ নূরুল হুদা, হেলাল হাফিজ, শিহাব সরকার, কামাল চৌধুরী, অসীম সাহা, নাসির আহমেদ, সানাউল হক খান, জাহিদুল হক, আসলাম সানী, রেজাউদ্দিন স্টালিন, তারিক সুজাত, আমিনুর রহমান সুলতান, শামীম রেজা, সরকার আমিন, ওবায়দ আকাশ, টাকন ঠাকুর, আলফ্রড খােকন, পিয়াস মজিদ।

এতে সভাপতিত্ব করবেন হাবীবুল্লাহ সিরাজী। এ অধিবেশন সঞ্চালনা করবেন কবি মুহাম্মদ সামাদ।

এমএম/একে/আরআইপি