ভিডিও EN
  1. Home/
  2. একুশে বইমেলা

ভয়কে উপেক্ষা করে মেলায় বইপ্রেমীরা

প্রকাশিত: ০১:০৫ পিএম, ০২ ফেব্রুয়ারি ২০১৬

গত বছর ব্লগার ও প্রকাশক অভিজিৎ হত্যাকাণ্ডের পর যে আতংক সৃষ্টি হয়েছিলো তা অতিক্রম করেই এবছর অমর একুশে বইমেলায় আসছেন বইপ্রেমীরা। প্রিয় লেখকের নতুন বই সংগ্রহ করতে বাংলা একাডেমি প্রাঙ্গণে দর্শনার্থীদের উপস্থিতি লক্ষ্য করা গেছে।

মেলার দ্বিতীয় দিন মঙ্গলবার বিকেলে সরেজমিন ঘুরে দেখা গেছে,  বাংলা একাডেমি প্রাঙ্গণ ও সৌহরাওয়ার্দী উদ্যানে সমানতালেই উপস্থিত হয়ে প্রিয় লেখকের বই কিনতে ব্যস্ত ক্রেতারা।

মেলার মাঠে কথা হয় সুমনা ও সুজন দম্পতির সঙ্গে। তারা জানান, প্রতিবছর বইমেলায় অন্তত ২০দিন আসেন তারা। হুমায়ুন আহমদ, জাফর ইকবালসহ দেশের নামকরা লেখকের বই সংগ্রহ করতে হাজির হন মেলায়। অবসর সময়ে তারা অনেক বই পড়েন জানিয়ে এ দম্পতি বলেন, আজও (মঙ্গলবার) তারা ৮টি বই কিনেছেন।

এদিকে বাংলা একাডেমির বইমেলা চলাকালীন টিএসসিতে অভিজিৎ হত্যাকাণ্ড ঘটেছে এজন্য কোনো ভয় কিংবা শঙ্কা রয়েছে কি না এমন প্রশ্নের জবাবে একাধিক দর্শনার্থী জানান, এবার বইমেলায় আইন শৃঙ্খলা পরিস্থিতি খুবই সন্তোষজনক। তাই নির্ভয়ে মেলায় বই কিনতে এসেছেন তারা।

এদিকে, মেলা মাঠ ঘুরে দেখা গেছে, আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা সতর্কতার সহিত তাদের দায়িত্ব পালন করছেন। পাশাপাশি ওয়াচ টাওয়ার থেকে সার্বক্ষণিক মনিটরিং করে সংশ্লিষ্ট কর্তাদেরকে আপডেট জানাচ্ছেন।

এমএম/এমএইচ/এসকেডি/এমএস

আরও পড়ুন