ভিডিও EN
  1. Home/
  2. একুশে বইমেলা

বিকৃত উচ্চারণ গ্রহণযোগ্য নয় : তথ্যমন্ত্রী

প্রকাশিত: ১১:৩০ এএম, ০২ ফেব্রুয়ারি ২০১৬

তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, ‘আঞ্চলিকতা গ্রহণযোগ্য, কিন্তু বিকৃত উচ্চারণ গ্রহণযোগ্য নয়। গণমাধ্যমে সঠিকভাবে উচ্চারণ করুন। বিকৃত উচ্চারণে বাংলা ভাষায় কথা বলবেন না।’

মঙ্গলবার বিকেলে অমর একুশে বইমেলায় ঢাকা রিপোর্টার্স ইউনিটির স্টল উদ্বোধনে এসে সাংবাদিকদের উদ্দেশ্যে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, ‘আমি টেলিভিশন, রেডিওসহ গণমাধ্যমগুলোকে বলবো- আপনারা অনুষ্ঠানে বিকৃত উচ্চারণ করবেন না। সঠিক উচ্চারণে বাংলা ভাষা ব্যবহার করুন।’

দর্শনার্থীদের নির্ভয়ে বইমেলায় আসার আহ্বান জানিয়ে ইনু বলেন, ‘ভয় পাবেন না, মেলায় নির্ভয়ে আসবেন। স্বাধীনতার আগে এবং পরে বাংলাদেশের পাঁচটি দিবস বা অনুষ্ঠান সকলের কাছে জনপ্রিয়। কোনো ষড়যন্ত্র করে এগুলোকে পিছিয়ে দেয়া যায় না। সকল ষড়যন্ত্র উপেক্ষা করে এ দিবসসমূহ এগিয়ে যাচ্ছে। তার মধ্যে বইমেলা অন্যতম। কোনো বিদেশি বা দেশি জঙ্গিগোষ্ঠীর ষড়যন্ত্রই এ মেলায় সফল হবে না। ২১শে বইমেলা চলছে, চলবে।

বইমেলাকে জনগণের মেলা উল্লেখ করে তথ্যমন্ত্রী বলেন, ‘২১শে বইমেলা হচ্ছে জনগণের মিলনমেলা। শেখ হাসিনার নেতৃত্বে মহাজোট সরকার শুধু এখানে একটু শান্তির ছায়া দেয়ার চেষ্টা করছে।’

এসময় অারো উপস্থিত ছিলেন, ঢাকা রিপোর্টার্স ইউনিটির সভাপতি জামাল উদ্দিন, বাংলাদেশ প্রেস ইনস্টিটিউটের (পিআইবি) মহাপরিচালক শাহ আলমগীর, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে) এর মহাসচিব ওমর ফারুক, ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাবেক সভাপতি শাহেদ চৌধুরী প্রমুখ।

উল্লেখ্য, এবারের বইমেলায় অংশ নিয়েছে দেশের জনপ্রিয় অনলাইন নিউজপোর্টাল জাগোনিউজ২৪.কম। জাগো নিউজের স্টলে দর্শনার্থীদের জন্য রয়েছে ঈদ সংখ্যা। জাগো নিউজের স্টল নম্বর ৭৯। মঙ্গলবার বিকেলে মেলা শুরু হওয়ার পর থেকেই দর্শনার্থীদের ভিড় ছিল চোখে পড়ার মতো। জাগো নিউজের স্টলেও ভিড় করছেন দর্শনার্থীরা।

এমএম/এমএইচ/এআরএস/এসইউ/এইচআর/একে /এমএস