ভিডিও EN
  1. Home/
  2. একুশে বইমেলা

সোহেল নওরোজের গল্পগ্রন্থ ‘ডানাভাঙা শালিকের সুখ’

প্রকাশিত: ০৪:৪৯ এএম, ০২ ফেব্রুয়ারি ২০১৬

এবারের একুশে বইমেলায় প্রকাশিত হয়েছে তরুণ গল্পকার সোহেল নওরোজের দ্বিতীয় গল্পগ্রন্থ ‘ডানাভাঙা শালিকের সুখ’। গ্রন্থটির প্রচ্ছদ করেছেন ধ্রব এষ। প্রকাশ করেছে দেশ পাবলিকেশন্স। বইটিতে নানা স্বাদের মোট ১৬টি গল্প স্থান পেয়েছে। মনের গহীনে সচেতনে-অচেতনে খেলা করা সুখ-দুঃখের হাজারও অনুভূতিকে মলাটবন্দী করতে লেখক গল্পগুলোকে বেছে নিয়েছেন।

বইটি পড়তে গিয়ে বোধের দরজায় উঁকি দেওয়া মন হঠাৎ করে রোদবালিকার জন্য দ্রবীভূত হবে। ছায়াশরীরী নূপুরের নিক্কন শুনতে পাবে কেউ। বাদলদিনে অপ্রত্যাশিত হয়ে ওঠা তৃতীয় কদমটি পেতে পৃষ্ঠার মতো পথও বদলাতে হবে। গল্পের ঘোরে হঠাৎ করে জেগে উঠবে প্রেমিক হৃদয়। সব মিলিয়ে, যাপিত জীবনের নানামুখী দুঃখ ভোলার প্রয়াস পাওয়া যাবে ‘ডানাভাঙা শালিকের সুখ’ বইটিতে। ৮০ পৃষ্ঠার বইটির মূল্য রাখা হয়েছে ১৫০ টাকা।

এইচএন/পিআর