ভিডিও EN
  1. Home/
  2. একুশে বইমেলা

বইমেলা পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী

প্রকাশিত: ১২:০৯ পিএম, ০১ ফেব্রুয়ারি ২০১৬

লেখক-পাঠক ও প্রকাশকদের অপেক্ষার প্রহর শেষে সোমবার বিকেলে পর্দা উঠেছে মাসব্যাপী বাঙালির প্রাণের মেলা অমর একুশে বইমেলার।  প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলা একাডেমি প্রাঙ্গণে বিকেলে মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন। বইমেলার আনুষ্ঠানিক উদ্বোধন শেষে প্রধানমন্ত্রী বইমেলার বিভিন্ন স্টল ঘুরে দেখেন।

প্রথমে বাংলা একাডেমির স্টল ঘুরে দেখেন প্রধানমন্ত্রী। এসময় বাংলা একাডেমির আধুনিক বাংলা অভিধান প্রধানমন্ত্রীর হাতে তুলে দেন একাডেমির সভাপতি আনিসুজ্জামান। এরপর প্রধানমন্ত্রী কেন্দ্রীয় যুবলীগের যুবজাগরণ স্টল ঘুরে দেখেন। এসময় যুবলীগের পক্ষ থেকে প্রধানমন্ত্রীকে নতুন বই উপহার দেয়া হয়।

প্রধানমন্ত্রী তার কাযালয়ের একসেস টু ইনফরমেশন (এটুআই) এর স্টল ঘুরে দেখেন। এরপর জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্মৃতি জাদুঘর স্টল ও স্পর্শ ব্রেইল প্রকাশনা স্টল ঘুরে দেখেন তিনি। স্টল পরিদর্শন শেষে বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী, বঙ্গবন্ধুর স্বাধীনতার ঘোষণা : হাইকোটের ঐতিহাসিক রায়সহ কয়েকটি বই বিদেশি লেখকদের তুলে দেন প্রধানমন্ত্রী।

এমএইচ/এআরএস/এএইচ/আরআইপি

আরও পড়ুন