ভিডিও EN
  1. Home/
  2. একুশে বইমেলা

লাবিবা সালাতের উপন্যাস ‘একান্নবর্তী দীর্ঘশ্বাস’

জাগো নিউজ ডেস্ক | প্রকাশিত: ০১:২১ পিএম, ০১ ফেব্রুয়ারি ২০২২

অমর একুশে বইমেলা উপলক্ষে প্রকাশিত হতে যাচ্ছে লাবিবা সালাতের উপন্যাস ‘একান্নবর্তী দীর্ঘশ্বাস’। বইটি প্রকাশ করছে ঘাসফুল প্রকাশনী।

বইটির নান্দনিক প্রচ্ছদ করেছেন শামীম আরেফিন। মুদ্রিত মূল্য ২৫০ টাকা। রকমারি ডটকমে প্রি-অর্ডার চলছে ২১৫ টাকার বিনিময়ে।

উপন্যাস সম্পর্কে হিমাদ্রী চৌধুরী বলেন, ‘হঠাৎ পাওয়া দিনলিপির ভাষায় সুপ্ত থাকা গুপ্ত ঝড় জীবনের একান্নবর্তী যাপনে দীর্ঘদেহী শ্বাস হয়ে ওঠার আশ্চর্য এক প্রকল্প এ উপন্যাস।’

তিনি বলেন, ‘লাবিবা সালাত তার ভাষার গাঁথুনিতে দেখাতে চেয়েছেন মুগ্ধতার অভিশাপগ্রস্ত জীবন ব্যাকরণের বৈরীতা, আঁকতে গিয়ে দীর্ঘশ্বাসের একান্নবর্তী আচরণ, অবচেতনতায় এঁকে ফেলেছেন নিদারুণ এক জার্নি; যার অনেকাংশই মূলত সাইকোলজিক্যাল।’

এসইউ/জিকেএস

আরও পড়ুন