ভিডিও EN
  1. Home/
  2. একুশে বইমেলা

বইমেলায় ইবি উপাচার্যের ‘১৯৭১’

জাগো নিউজ ডেস্ক | প্রকাশিত: ০১:২৪ এএম, ১৯ ফেব্রুয়ারি ২০২০

ভারতের দিল্লি থেকে ইতোমধ্যে প্রকাশিত ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) উপাচার্য অধ্যাপক ড. রাশিদ আসকারীর ইংরেজি ছোটো সঙ্কলন ‘১৯৭১’। মঙ্গলবার সন্ধ্যা সাতটায় বইটির বাংলাদেশি সংস্করণের মোড়ক উন্মোচিত হয়েছে।

সোহরাওয়ার্দী উদ্যানে মোড়ক উন্মোচন করেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন কেন্দ্রীয় কমিটির প্রধান সমন্বয়ক এবং বিশিষ্ট কবি ও সাহিত্যিক কামাল আব্দুল নাসের চৌধুরী।

jagonews24

এ সময় উপস্থিত ছিলেন সংগীত যোদ্ধা বুলবুল মহলানবিশ, সাবেক সচিব ও প্রধান তথ্য কমিশনার আজিজুর রহমান আজিজ, কবি গৌরাঙ্গ মোহান্ত, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এম. এ. মান্নান ও আগামী প্রকাশনীর কর্ণধার ওসমান গনি প্রমুখ।

এ সময় উপাচার্য অধ্যাপক ড. রাশিদ আসকারী বলেন, ‘আগে নয়াদিল্লি থেকে এ বইটি প্রকাশিত হয়েছিল। এবার বাংলাভাষী পাঠকদের পড়ার সুবিধার্থে বাংলাদেশি সংস্করণ বের হলো। আগামী প্রকাশনী বইটি বের করেছে। তারা আমাদের ক্যাম্পাসের বইমেলাতেও স্টল দেবে এবং এ বইটি বিক্রি করবে’।

রায়হান মাহবুব/এমআরএম