ভিডিও EN
  1. Home/
  2. একুশে বইমেলা

অগ্নিনির্বাপণ কৌশল রপ্তে বইমেলায় ফায়ার সার্ভিসের থ্রিডি গেমস

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ০৭:৪১ পিএম, ০৫ ফেব্রুয়ারি ২০২০

অমর একুশে বইমেলার অগ্নিনিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি নতুন সেবা নিয়ে হাজির হয়েছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স। এ বছর ফায়ার সার্ভিসের উদ্যোগে মেলায় সংযোজিত হয়েছে থ্রিডি ফায়ার সিমুলেশন গেমস। ১০ টাকার প্রবেশ মূল্যের বিনিময়ে এখানে দর্শনার্থীরা গেমস খেলায় অংশ নিতে পারবেন এবং থ্রিডি গেমসের মাধ্যমে অগ্নিনির্বাপণ কৌশলও রপ্ত করতে পারবেন।

মূলত একটি ফায়ার এক্সটিংগুইশার বা অগ্নিনির্বাপণ যন্ত্র দিয়ে এই কৌশল দেখানো ও শেখানো হবে।

বুধবার (৫ ফেব্রুয়ারি) অমর একুশে বইমেলা ২০২০-এর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টলের উদ্বোধন করেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদফতরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. সাজ্জাদ হোসাইন। এ সময় অধিদফতরের অন্য ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ফায়ার সার্ভিস সদর দফতর সূত্রে জানা গেছে, প্রতি বছরের ন্যায় এ বছরও অমর একুশে গ্রন্থমেলার অগ্নিনিরাপত্তার জন্য একটি অস্থায়ী ফায়ার স্টেশন স্থাপন করা হয়েছে। এছাড়া মেলার উভয় অংশে (বর্ধমান হাউজ এবং রমনা পার্ক) একটি করে পানিবাহী গাড়ি ও ফায়ার পাম্প প্রয়োজনীয় জনবলসহ নিয়োজিত থাকছে।

fire-service

রমনা পূজা মণ্ডপের দিকে অগ্রসর হলে হাতের বামে পড়বে ফায়ার সার্ভিসের স্টল। এছাড়া মেলার বর্ধমান হাউজের অংশেও অগ্নিনিরাপত্তার জন্য নিয়োজিত থাকবে ফায়ার সার্ভিসের গাড়ি-পাম্প ও জনবল।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টলে ছোট জন্য অগ্নিনিরাপত্তা, ভূমিকম্প, বজ্রপাত ও প্রাথমিক চিকিৎসা বিষয়ক বই রয়েছে বিক্রির জন্য। বড়দের জন্যও রয়েছে সার্চ অ্যান্ড রেসকিউ, জাহাজের আগুন নির্বাপণসহ নানা ধরনের অগ্নিনিরাপত্তা বিষয়ক বই।

এছাড়া এখানে রয়েছে- অগ্নিনির্বাপণী সরঞ্জাম ফায়ার স্যুট পরিহিত রেপ্লিকা। এর সামনে ছবি তুলে ফ্রেমে নিজেকে বন্দি করতে পারবেন অগ্নিসেনা হিসেবে।

জেইউ/এফআর/জেআইএম