ভিডিও EN
  1. Home/
  2. একুশে বইমেলা

আর্সেনিক নিয়ে হাবিবুর রহমানের বই

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ০৬:০০ পিএম, ১৬ ফেব্রুয়ারি ২০১৯

দেশের বিভিন্ন অঞ্চলে আর্সেনিক দূষণের কারণ ও প্রতিকার নিয়ে দীর্ঘ পাঁচ বছর গবেষণা করেছেন হাবিবুর রহমান মিয়া। এই গবেষণার ফল বই আকারে প্রকাশ করেছেন। বইটির নাম ‘পরিবেশ দূষণে আর্সেনিক, আর্সেনিকোসিস মোকাবেলায় বাংলাদেশ’।

শনিবার সকালে রাজধানীর পরমাণু শক্তি কমিশন ভবনে আনুষ্ঠানিকভাবে বইটির মোড়ক উন্মোচন করেন সংসদ সদস্য (এমপি) ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারি।

মোড়ক উন্মোচন অনুষ্ঠানে হাবিবুর রহমান জানান, আনিশা এন্টারপ্রাইজ প্রকাশনী থেকে প্রকাশিত এই বইটি উৎসর্গ করেছেন প্রয়াত পরমাণু বিজ্ঞানী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বামী ড. এম ওয়াজেদ মিয়াকে। আর্সেনিক সমস্যা মোকাবেলায় তার এই বইটি উল্লেখযোগ্য ভূমিকা রাখবে বলেও তিনি আশাবাদী।

পিডি/জেএইচ/আরআইপি

আরও পড়ুন