ভিডিও EN
  1. Home/
  2. একুশে বইমেলা

ওমর ফারুকের বই ‘দুঃখিত স্যার’

জাগো নিউজ ডেস্ক | প্রকাশিত: ০২:৫৮ পিএম, ১৬ ফেব্রুয়ারি ২০১৯

অমর একুশে গ্রন্থমেলায় প্রকাশিত হলো গীতিকার ও সাংবাদিক ওমর ফারুকের নতুন বই ‘দুঃখিত স্যার’। বইটি প্রকাশ করেছে দেশ পাবলিকেশন্স। গ্রন্থমেলার ৩৮৮-৩৮৯ নাম্বার স্টলে পাওয়া যাচ্ছে বইটি।

বইটির প্রচ্ছদ করেছেন তৌহিন হাসান। প্রেম, ভালোবাসা, দায়িত্ব, সম্পর্ক পুঃনস্থাপন, সম্পর্কের টানাপোড়েন নিয়ে ৬ গল্প দিয়ে সাজানো এই বইয়ের দাম রাখা হয়েছে ১৮০ টাকা। তবে মেলায় পাঠকরা পাবেন ২৫% ছাড়।

ওমর ফারুক বলেন, ‘আমাদের চারপাশের অতি পরিচিত চরিত্রগুলো দিয়েই সাজানো হয়েছে এবারের গল্পগুলো। পাঠক গল্পগুলো পড়লেই বুঝবেন হয়তো গল্পগুলো তাকে নিয়েই কিংবা তার আশেপাশের ছড়িয়ে থাকা চরিত্রগুলো নিয়েই। ভালো লাগবে আশ করছি পাঠকদের।’

ওমর ফারুকের ৪র্থ বই ‘দুঃখিত স্যার’ । তার গল্পগ্রন্থ ‘নিঃশ্বাস’, রম্য ‘ফেইক আইডির জেনুইন স্ট্যাটাস’ এবং উপন্যস ‘সংবিধিবদ্ধ সতর্কীকরণ’-ও পাওয়া যাচ্ছে এবারের বই মেলায়। পাশাপাশি বই পাওয়া যাবে অনলাইন বুকশপ রকমারিতেও।

এলএ/এমএস

আরও পড়ুন