ভিডিও EN
  1. Home/
  2. একুশে বইমেলা

বইমেলায় নাজমুল হক ইমনের নতুন তিন বই

জাগো নিউজ ডেস্ক | প্রকাশিত: ১২:০৭ পিএম, ১২ ফেব্রুয়ারি ২০১৯

অমর একুশে গ্রন্থমেলায় প্রকাশিত হয়েছে নাজমুল হক ইমনের নতুন তিনটি বই। বইগুলো হলো - থ্রিডি ভূত, বিশুদ্ধ হাসি এবং ফেইক।

বইগুলো প্রকাশ করেছে গ্রাফোসম্যান পাবলিকেশন। স্টল নাম্বার ৩৫৬-৩৫৭।

শিশুদের জন্য মিষ্টি ভূতের দুষ্টু বই ‘থ্রিডি ভূত’। বইটির প্রচ্ছদ করেছেন আশরাফুল ইসলাম রানা। দম ফাটানো হাসির গল্প দিয়ে সাজানো রম্য বই ‘বিশুদ্ধ হাসি’। বইটির প্রচ্ছদ করেছেন কার্টুনিস্ট মোরশেদ মিশু।

পরকীয়া প্রেমের গল্পে সংসারের টানাপোড়েন নিয়ে প্রকাশিত উপন্যাস ‘ফেইক’। বইটির প্রচ্ছদ করেছেন গুপু ত্রিবেদী। বই তিনটির দাম রাখা হয়েছে ১২০ টাকা। তবে মেলায় চলছে বইগুলোর ওপর ২৫% ছাড়।

নাজমুল হক ইমন বলেন, শিশুপাঠক গ্রন্থমেলার প্রাণ। আর তাই ছোটদের জন্য লিখতেই ভালো লাগে। প্রতিবারের মতো এবারো ছোটদের জন্য আমার দুটি বই রয়েছে। পাশাপাশি রয়েছে উপন্যাস। সহজ ভাষায় এবং পাঠকবান্ধব করার চেষ্টা করেছি বইগুলো।

গ্রন্থমেলার প্রথমদিন থেকেই বইগুলো পাওয়া যাচ্ছে।

এএ

আরও পড়ুন