ভিডিও EN
  1. Home/
  2. একুশে বইমেলা

ভাস্কর নভেরা আহমেদকে নিয়ে 'নভেরার রূপ'

জাগো নিউজ ডেস্ক | প্রকাশিত: ০৩:১২ পিএম, ০৯ ফেব্রুয়ারি ২০১৯

বইমেলায় প্রকাশিত হচ্ছে ভাস্কর নভেরা আহমেদকে নিয়ে শিল্প সমালোচনার বই 'নভেরার রূপ'! উপমহাদেশের প্রথম প্রজন্মের কিংবদন্তী ভাস্কর নভেরা আহমেদ।

বইটি প্রকাশ করেছে আদর্শ প্রকাশনী। লিখেছেন কবি ও প্রাবন্ধিক সাখাওয়াত টিপু।

কী আছে নভেরার বইতে? প্রথমত নভেরার আত্মপরিচয়! শিল্প কিভাবে একজন শিল্পীর আত্মপরিচয় নির্মাণ করেন, তার সুলুক সন্ধান। দ্বিতীয়ত, নভেরার জীবনের সঙ্গে তার সহজাত শিল্পের তুলনামূলক সমালোচনা বইয়ে আছে। শিল্পের তাত্ত্বিক পাঠাতনে নন্দন রূপ খুঁজেছেন লেখক সাখাওয়াত টিপু।

তৃতীয়ত, শহীদ মিনারের নকশা নভেরার প্রণয়নে ভূমিকা কি ছিল, আছে তার বয়ান। খণ্ডিত ইতিহাস নিয়ে প্রশ্ন তুলেছেন লেখক। বইটির ভাষা বাংলা ও ইংরেজি।

ভাস্কর্য শিল্পের গঠন, রূপ, রূপক আর নন্দন্তাত্ত্বিক বয়ানে বইটি অনন্য। নভেরার ম্যুরাল অবলম্বনে প্রচ্ছদ করেছেন শিল্পী এস এম সাইফুল ইসলাম।

বইটিতে সংযোজিত হয়েছে সমকালীন ৮ জন শিল্পী আঁকা নভেরার পোর্ট্রেট। বইটির মুল্য ৩০০ টাকা।

এএ

আরও পড়ুন