অদ্বৈত মারুতের শিশুতোষ গল্পের বই ‘পাখিগাছ ও বুড়ো কাকের গল্প’
বইমেলায় প্রকাশিত হয়েছে অদ্বৈত মারুতের শিশুতোষ গল্পের বই ‘পাখিগাছ ও বুড়ো কাকের গল্প’। প্রকাশ করেছে শিশু গ্রন্থকুটির। শিল্পী মনিরুজ্জামান পলাশের প্রচ্ছদ ও অলংকরণে এ বইটি প্রকাশিত হয়েছে। বইটি পাওয়া যাবে শিশু চত্বরের ৬৯৮ নম্বর স্টলে। বইটির মূল্য ১০০ টাকা।
তিনটি গল্প দিয়ে সাজানো হয়েছে ‘পাখিগাছ ও বুড়ো কাকের গল্প’ গ্রন্থটি। তিনটি গল্প তিন বিষয়ের ওপর লেখা। প্রথম গল্পটি দাদুকে নিয়ে। যিনি মুক্তিযোদ্ধা ছিলেন। যুদ্ধের মধ্যেই একদিন বাড়িতে আসার খবর জেনে গিয়েছিল রাজাকাররা। পরে পাকবাহিনী এসে তাকে বাড়িতেই ধরে ফেলে। কীভাবে শহিদ হলেন, তা দাদি তার দুই নাতি-নাতনির কাছে বলেন। বাংলাদেশ নামক দেশটি যে আমরা সহজেই পাইনি, এটা শিশুদের জানানো জরুরি। দেশপ্রেম জাগ্রত করার উদ্দেশ্যে এ গল্পটি লেখা হয়েছে।
আরেকটি গল্পের বিষয়বস্তু হলো- পৃথিবী থেকে সূর্যের দুরত্ব এবং এই সূর্য জিনিসটা কী, তা শিশুকে জানানো। বইয়ের শিরোনাম গল্পটির বিষয়বস্তু হলো- একতাই বল। অর্থাৎ একসঙ্গে সবাই মিলেমিশে থাকলে যে কোনো বিপদ সহজেই মোকাবেলা করা যায়। কিন্তু আলাদা আলাদ থাকলে বিপদ থেকে সহজেই রক্ষা পাওয়া যায় না।
এমএম/এমএস