ভিডিও EN
  1. Home/
  2. একুশে বইমেলা

প্রথম দিনেই মেলায় বইপ্রেমীদের ভিড়

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক | প্রকাশিত: ০৯:১০ পিএম, ০১ ফেব্রুয়ারি ২০১৯

অমর একুশে গ্রন্থমেলার প্রথম দিনেই মেলা প্রাঙ্গণে বইপ্রেমীদের ভিড় ছিল চোখে পড়ার মতো। তবে উপস্থিতির তুলনায় বেচাবিক্রি ছিল কম।

শুক্রবার মেলা প্রাঙ্গণ ঘুরে এমন চিত্র দেখা গেছে। অতীতের ধারাবাহিকতা ভেঙে প্রথম দিনেই মেলায় দর্শনার্থীদের ভিড় দেখে উৎফুল্ল প্রকাশকরাও।

দর্শনার্থীদের সঙ্গে কথা বলে জানা গেছে, প্রথম দিনেই এবার মেলায় দর্শনার্থীদের ভিড় হওয়ার পেছনে প্রধান দুটি কারণ ছিল।

bookfear

প্রথমত শুক্রবার ছুটির দিন হওয়ায় মেলার প্রথমদিনই উপস্থিত হওয়ার সুযোগ হাতছাড়া করতে চাননি পাঠক। দ্বিতীয়ত আবহাওয়াও অনুকূলে ছিল। শীতের তীব্রতা নেই, গরমও তেমন না, প্রকৃতিতে বসন্তের আমেজ। তাই মেলায় আসার উপযুক্ত সময় এটাই মনে করছেন অনেকে।

হাতিরঝিল থেকে আসা রাফসান চৌধুরী বলেন, ‘এবার মেলার প্রথম দিনই হচ্ছে ছুটির দিন। তাই প্রথমদিনেই মেলায় আসার সুযোগ হাতছাড়া করিনি। আজই বই কিনব তা না। তবে প্রকাশনাগুলো ঘুরে দেখব কী কী বই এসেছে। ক্যাটালগ সংগ্রহ করব, পরে ঠিক করে বই কিনব।’

সুরাইয়া আক্তার নামে ইডেন কলেজের এক শিক্ষার্থী বলেন, ‘ছুটির দিন থাকায় প্রথম দিনেই মেলায় আসতে পেরেছি। সাধারণত মেলার প্রথম দিকে আসার সুযোগ হয় না, তবে এবার সেই সুযোগ হয়েছে।’

bookfear-(3)

তিনি আরও বলেন, ‘শীতের তীব্রতা নেই, গরমও তেমন না। প্রকৃতিতে বসন্তের যে আমেজ চলছে সেটিও মেলায় দর্শনার্থী বাড়ার কারণ বলে আমি মনে করি।’

সময় প্রকাশনীর এক বিক্রয়কর্মী বলেন, ‘অন্য যেকোনো বারের থেকে এবার মেলার প্রথম দিনেই দর্শনার্থীদের ভিড় লক্ষ্য করা যাচ্ছে। আশা করছি, এ বছর মেলায় প্রত্যাশার চেয়ে বেচাবিক্রি বেশি হবে।’

এর আগে বিকেলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা অমর একুশে গ্রন্থমেলা ২০১৯ এর উদ্বোধন করেন। এরপর তিনি মেলা প্রাঙ্গণ ঘুরে দেখেন। প্রধানমন্ত্রীর প্রস্থানের পর মেলা প্রাঙ্গণ দর্শনার্থীদের জন্য উন্মুক্ত করে দেয়া হয়।

এমএইচ/এএসএস/এনডিএস/পিআর

আরও পড়ুন