ভিডিও EN
  1. Home/
  2. একুশে বইমেলা

এবার বইমেলায় সাহিত্য সম্মেলন হচ্ছে না

জ্যেষ্ঠ প্রতিবেদক | প্রকাশিত: ০৬:৪৪ পিএম, ৩০ জানুয়ারি ২০১৯

অমুর একুশে বই মেলা উপলক্ষে ঢাকায় প্রতি বছর আন্তর্জাতিক সাহিত্য সম্মেলন অনুষ্ঠিত হলেও এবার তা হচ্ছে না। মূলত বইমেলা ঘিরে সৃষ্ট চাপকে কমিয়ে আনা এবং মেলাকে আরও অর্থবহ করতেই ফেব্রুয়ারি মাসে সাহিত্য সম্মেলনের আয়োজন বাদ দেয়া হয়েছে।

তবে জুন মাসের মধ্যেই ঢাকায় আন্তর্জাতিক সাহিত্য সম্মেলনের আয়োজন করা হবে বলে জানিয়েছেন বাংলা একাডেমির মহাপরিচালক হাবীবুল্লাহ সিরাজী।

সাহিত্য সম্মেলনের সময়সূচি প্রসঙ্গে হাবীবুল্লাহ সিরাজী জাগো নিউজকে বলেন, ‘মেলা, মেলার উদ্বোধন ও আন্তর্জাতিক সাহিত্য সম্মেলন একসঙ্গে হওয়ায় বড় চাপ সৃষ্টি হয়। এতে মেলার স্বাভাবিক সৌন্দর্য বিঘ্নিত হয়। আবার আন্তর্জাতিক সাহিত্য সম্মেলনও পুরোপুরি আন্তর্জাতিক মানের হয় না। যে উদ্দেশে এ সম্মেলনের আয়োজন করা হয়, তা পুরোপুরি সার্থক হয় না। এ কারণেই আমরা বইমেলার মধ্যে সাহিত্য সম্মেলন করতে চাইছি না।’

সাহিত্য সম্মেলন কবে নাগাদ হতে পারে- এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমরা সিদ্ধান্ত নিয়েছি, অন্য সময়ে আন্তর্জাতিক সাহিত্য সম্মেলনের আয়োজন হবে এবং সেটা একেবারেই আলাদা করে। সাহিত্য সম্মেলনের নিজস্ব একটি ঢং আছে। আমরা সেই রূপ দেয়ার চেষ্টা করব এবারের সম্মেলনে, যা অন্য বছরগুলো থেকে আলাদা করবে।’

তিনি বলেন, ‘আমরা সরকার ও জাতীয় গ্রন্থকেন্দ্রকে অনুরোধ করেছি একটি আন্তর্জাতিক বইমেলার আয়োজনের। সম্মতি মিলেছে। এ মেলায় বিদেশি সংস্থাগুলো যোগ দেবে এবং মেলাতেই সাহিত্য সম্মেলন অনুষ্ঠিত হবে।’

এএসএস/এনডিএস/এমএস

আরও পড়ুন