মেলায় মাহতাব হোসেনের ‘বেজক্যাম্প হোটেলের মধ্যরাত’
এলিটার বাবা মিউনিখের একটি ইউনিভার্সিটির শিক্ষক। তিনি রয়াল ইউনিভার্সিটি অব ভুটানের অধীনে কয়েকটি কলেজে গেস্ট লেকচারার হিসেবে পড়াতে এসেছেন। সঙ্গে নিয়ে এসেছেন সদ্য গ্রাজুয়েট মেয়ে এলিটাকে। বাবা ব্যস্ত, মেয়ে এদিক-সেদিক ঘুরে বেড়ায়।
মিথেন বাংলাদেশে একটি আর্কিটেকিচারাল অর্গানাইজেশনের পাবলিক রিলেশন অফিসার। এই প্রতিষ্ঠানের প্রতিনিধি হিসেবে শ্রীজ্ঞান অতীশ দীপংকরের ওপর একটি রিসার্চ পেপার নিয়ে ন্যাশনাল মিউজিয়াম অব ভুটানের সঙ্গে একটি চুক্তি করতে যান। বলে রাখা ভালো অতীশ দীপংকর সে দেশে গৌতম বুদ্ধের পর অন্যতম পূজনীয়।
বাংলাদেশি তরুণ মিথেন ও জার্মান তরুণী এলিটার পরিচয় হয় ভুটানের পারো শহরের একটি হোটেলে। হোটেলের নাম বেজক্যাম্প। দুজনের মধ্যে তৈরি হয় সখ্য। এই হোটেলেই একটি রাতকে কেন্দ্র করে ঘটনার মোড় ঘুরে যায়। ঘটতে থাকে একের পর এক নতুন ঘটনা।
এমনই গল্প নিয়ে মেলায় এসেছে তরুণ লেখক মাহতাব হোসেনের নতুন উপন্যাস ‘বেজক্যাম্প হোটেলের মধ্যরাত’। সামান্য থ্রিল মেশানো রোমান্টিক উপন্যাস বইমেলায় এনেছে দেশ পাবলিকেশন (৪৫২-৪৫৩)।
বইয়ের মূল্য ১৮০ টাকা। ছাড়সহ ১৩৫ টাকা। এছাড়াও উপন্যাসটি ঘরে বসে পাওয়া যাবে রকমারি.কমে।
এলএ/বিএ