ভিডিও EN
  1. Home/
  2. একুশে বইমেলা

মেলার গল্প

জ্যেষ্ঠ প্রতিবেদক | প্রকাশিত: ০৮:২০ পিএম, ১১ ফেব্রুয়ারি ২০১৮

অমর একুশে বইমেলা দ্বিতীয় সপ্তাহে গড়ালো। দিন যাচ্ছে আর জমে উঠছে মেলা। মাসব্যাপী এ মেলায় প্রতিদিনই শতশত বইয়ের মোড়ক উম্মোচন হচ্ছে। প্রবন্ধ, গল্প, উপন্যাস, কবিতাসহ নানা রকম নতুন বইয়ের খবর মিলছে প্রকাশনাগুলোর স্টলে স্টলে। নতুন বইয়ের প্রকাশনা ঘিরে লেখক, পাঠক, প্রকাশকের উৎসাহ বাড়ছে দিনকে দিন। বইমেলা ঘুরে প্রকাশিত নতুন গল্প-উপন্যাসের উল্লেখযোগ্য নিয়ে লিখছেন সায়েম সাবু

দুই সৈনিক, শওকত ওসমান, সময় প্রকাশন। তাস, সৈয়দ শামসুল হক, মাওলা ব্রাদার্স। চান্দের আলো কদ্দুর, আনোয়ারা সৈয়দ হক, মাওলা ব্রাদার্স। ত্রাতিনা, মোহাম্মদ জাফর ইকবাল, সময় প্রকাশনী। তবুও টুনাটুনি তবুও ছোটাচ্চু, মুহম্মদ জাফর ইকবাল, পার্ল পাবলিকেশন্স। রূপালি পর্দায় সোনালী লেখা, রাবেয়া খাতুন, অনন্যা।

একটি রহস্য উপন্যাস, ইমদাদুল হক মিলন, অনন্যা। সাইক্লোন, মুহম্মদ জাফর ইকবাল, তাম্রলিপি। ও বন্ধু কাজলভোমরা, আনিসুল হক, সময় প্রকাশন। ভালোবাসার উপহার, আনিসুল হক, সময় প্রকাশন। চৌকাঠ, আহসান হাবীব, তাম্রলিপি। উঠান, আমজাদ হোসেন, প্রথমা।

মায়ানগর, ইমদাদুল হক মিলন, প্রথমা। কৌতুক ফেসবুক, আনিসুল হক, পার্ল পাবলিকেশন্স। সত্যি অ্যাডভেঞ্চার, আহসান হাবীব, তাম্রলিপি। সিঙ্গাপুরের ডালপুরি ও ড. ফিলিপ, ফরিদুর রেজা সাগর, অনন্যা।

আই অ্যাম গুড ডু, সুমন্ত আসলাম, কথা প্রকাশ। আধিভৌতিক, ইমদাদুল হক মিলন, কথা প্রকাশ। চালাক গোয়েন্দা চালাক খুনি, সুমন্ত আসলাম, পার্ল পাবলিকেশন্স। প্রিয়ব্রতর ব্যক্তিগত পাপ, সুমন্ত আসলাম, সময় প্রকাশন। পারস্য প্রবাসে, হুমায়ুন কবির, সময় প্রকাশন।

ছেলেটা বৃক্ষ হতে চেয়েছিল, কামরুল হাসান, অনিন্দ্য প্রকাশ। বিভ্রম, আহসান হাবীব, তাম্রলিপি। অগ্নিপুরুষ, মোস্তফা কামাল, পার্ল পাবলিকেশন্স। রচনাবলী (১০ খণ্ড) মানিক বন্দ্যোপাধ্যায়, ঐতিহ্য।

সময় অসময়, হাসনাত আবদুল হাই, আগামী প্রকাশনী। পুষ্পকুন্তলা তুমি, আতা সরকার, অ্যাডর্ন পাবলিকেশন। কিশোর গোয়েন্দা-চালাক খুনি, সুমন্ত আসলাম, সময় প্রকাশন। উড়ে গেল গাছটা, দন্ত্যাস রওশন, সময় প্রকাশন। তিতুল ঠাকুর, আতা সরকার, অ্যাডর্ন পাবলিকেশন।

টিভি ক্যামেরার সামনে মেয়েটি এবং অন্যান্য, হাসনাত আবদুল হাই। বাউন্ডেলে-১৭, সুমন্ত আসলাম, পার্ল পাবলিকেন্স। গল্পসমগ্র, কাজল শাহনেওয়াজ, আগামী প্রকাশনী।

প্রিয় বাবা, শাহ জালাল জোনাক, তাম্রলিপি। মেঘলা আকাশ, শাহনাজ ইয়াসমীন, অনিন্দ্য প্রকাশ। বাবার চোখ, ওমর ফারুক, অ্যাডর্ন পাবলিকেশন। তনু কাকা-সমগ্র-২, মোস্তফা মামুন, পার্ল পাবলিকেশন্স। ভূমিরেখা, দীপু মাহমুদ, পার্ল পাবলিকেশন্স। মিলিমিশি থাকি, নিশাত সুলতানা, পার্ল পাবলিকেশন্স।

আবু তোরাবের দৌড়, মোস্তাক শরীফ, অ্যাডর্ন পাবলিকেশন। বনলতা, আফতাব হোসেন, ঐতিহ্য। কষ্ট কাহন, আফতাব হোসেন, ঐতিহ্য। সেরেনজিৎ, এ এন এম নূরুল হক, ঐতিহ্য। ছবির শহর, ইফতেখারুল ইসলাম, সময় প্রকাশনী।

পাপ, সাব্বির জাদিদ, ঐতিহ্য। হিজড়া, আবুদ্দারদা আব্দুল্লাহ, ঐতিহ্য। চৌহদ্দি সুনির্দিষ্ট নয়, জুয়েল দেব, ঐতিহ্য। ওমর, রাফিক হারিরি ঐতিহ্য। সেইসব মানুষ, মিজানুর রহমান নাসিম, ঐতিহ্য। চলুন, অন্তত একবার মরি, ঐতিহ্য। ক্লিনিক্যাল লায়ার, সাইফুল বাতেন টিটো, ঐতিহ্য। জন্ডিস অথবা হাফ লেডিস, আসাদুল ইসলাম, ঐতিহ্য। কুরোসাওয়ার আত্মজীবনী, রুদ্র আরিফ, ঐতিহ্য। কালপারাপার, ইশিতা জেরীন, রোদেলা প্রকাশনী।

একদিন সূর্যের দিন, নাসির খান, রোদেলা প্রকাশনী। তোমার গ্রামের বাড়ি, মেহেদী হাসান সানি, রোদেলা প্রকাশনী। শাহীনা এক ডলার কন্যা, জামান রাশেদ, পার্ল পাবলিকেশন্স। জীবনের ছায়াপথ, বাদশাহ সৈকত, রোদেলা প্রকাশনী। গ্রামটির নাম গোধূলিমায়া, কাজী রাফি, সময় প্রকাশন। মৃত্যু, ফাহমিদা ফারুক, সময় প্রকাশন।

থাবড়া হামিদ, কাজী জহিরুল ইসলাম, সময় প্রকাশন। রসিকা, শান্তানু চৌধুরী, পার্ল পাবলিকেশন্স। ছদ্মবেশী ঘাতক, ইকবাল খন্দকার, পার্ল পাবলিকেশন্স। জাদুর কেতলি, মুহম্মদ আলমগীর তৈমুর, পার্ল পাবলিকেশন্স। জিন্দা লাশ অথবা রমেশ ডম, মুস্তাফিজ শফি, কথা প্রকাশ। অনুসূয়া, ভালোবেসো কেবলই, সুমন্ত আসলাম, সময় প্রকাশন।

এএসএস/এমআরএম/আরআইপি

আরও পড়ুন