কচিকাঁচার মিলনমেলার রূপ নিয়েছে বইমেলা
বাবা-মায়ের হাত ধরে এসেছে ওরা। এক স্টল থেকে আরেক স্টল ঘুরে ঘুরে দেখছে। আর দেখছে নতুন বইয়ের মলাট উল্টিয়ে। তাদের চোখে মুখে উচ্ছ্বলতা। এ যে অন্যরকম আবহ। শুক্রবার অমর একুশে বইমেলার প্রথম শিশুপ্রহরে শিশু চত্বরে আগত শিশু-কিশোরদের মধ্যে এ দৃশ্য দেখা গেছে। বেলা ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত চলছে শিশুপ্রহর।
শিশু-কিশোরদের অংগ্রহণে বইমেলা হয়ে উঠেছে কচি কাঁচার মিলনমেলায়। এদিকে মেলায় আগত শিশুদের নির্মল বিনোদনের আয়োজন করেছে সিসিমপুর। শিশু মঞ্চে ইকরি, টিকটিক, হালুমদের সঙ্গে খেলা করছে তারা। স্টলগুলোতে বিকিকিনিও চলছে বেশ।
ফয়জুর রহমান আইডিয়াল স্কুলের প্রথম শ্রেণির ছাত্র আহনাফ ইবনে মু. সুহৃদ বলে, বইমেলায় এসে খুব ভালো লাগছে। এর আগেও এসেছি। দুটি বই কিনেছি, আরও কিনবো।
অ্যাডভেঞ্চার ইন্টারন্যাশনাল মডেল স্কুলের চতুর্থ শ্রেণির ছাত্রী এ্যাঞ্জেল বিশ্বাস বলে, আমি এর আগেও এসেছি, এবারও আসলাম। বইমেলায় এসে খুব ভালো লাগছে। ভূতুড়ে বই পড়তে ভালো লাগে বলেও জানায় সে। টিকটিক, ইকরিদের সঙ্গে খেলা করেছি।
এমএইচ/এমআরএম/আইআই