ভিডিও EN
  1. Home/
  2. একুশে বইমেলা

বইমেলায় আহমাদ স্বাধীনের দুটি শিশুতোষ বই

জাগো নিউজ ডেস্ক | প্রকাশিত: ১২:৪০ পিএম, ০১ ফেব্রুয়ারি ২০১৮

অমর একুশে বইমেলায় শিশুসাহিত্যিক আহমাদ স্বাধীনের দুটি শিশুতোষ বই পাওয়া যাবে। বই দুটি হচ্ছে- ‘কুমির হাঁটে টুকটুকিয়ে’ ও ‘পৈশাচিক’।

‘কুমির হাঁটে টুকটুকিয়ে’ ছড়াগল্পের বই। প্রকাশ করেছে বাবুই। বইটি শিশুসাহিত্য পাণ্ডুলিপি প্রতিযোগিতায় পুরস্কারপ্রাপ্ত। এতে দুটি শিশুতোষ গল্প আছে। বইটিতে ছবি ও প্রচ্ছদ এঁকেছেন নাজমুল আলম মাসুম। বইটি ১৫০ টাকার বিনিময়ে পাওয়া যাবে শিশুকর্নারের ৫৩৮ নম্বর স্টলে।

‘পৈশাচিক’ কিশোরদের ভৌতিক গল্পের বই। মোট ৮টি গল্প দিয়ে সাজানো হয়েছে বইটি। প্রচ্ছদ করেছেন মামুন হোসাইন। আর মূল্য রাখা হয়েছে মাত্র ১২০ টাকা। বইটি পাওয়া যাবে ৬০৭-৬০৮-৬০৯ নম্বর স্টলে।

এসইউ/আরআইপি

আরও পড়ুন