ভিডিও EN
  1. Home/
  2. একুশে বইমেলা

তন্ময় আলমগীরের ‘মুনিয়ানামা ও কয়েকটি ক্যাকটাস’

জাগো নিউজ ডেস্ক | প্রকাশিত: ০৫:১৬ পিএম, ৩১ জানুয়ারি ২০১৮

অমর একুশে বইমেলায় আসছে তন্ময় আলমগীরের প্রথম গল্পগ্রন্থ ‘মুনিয়ানামা ও কয়েকটি ক্যাকটাস’। বইটি প্রকাশ করেছে দাঁড়িকমা প্রকাশনী। প্রচ্ছদ করেছেন ফুয়াদ শেখ।

বইটিতে থাকছে মুনিয়া সিরিজসহ ১৪টি গল্প। মেলার প্রথম দিন থেকেই দাঁড়িকমা প্রকাশনীর ৬৬৬ নম্বর স্টলে বইটি পাওয়া যাবে।

ছোটগল্প লিখলেও তিনি মূলত কবি। গত বইমেলায় প্রকাশিত হয়েছে তার কাব্যগ্রন্থ ‘পোড়া ইটের দেহ’। তিনি বাংলা ভাষা ও সাহিত্যে স্নাতক সম্পন্ন করে স্নাতকোত্তর শ্রেণিতে পড়ছেন।

তন্ময় কিশোরগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউটে খণ্ডকালীন বাংলা প্রভাষক হিসেবে কর্মজীবন শুরু করেন। নিয়মিত গল্প কবিতা লিখছেন বিভিন্ন পত্রিকায়। বর্তমানে একটি দৈনিকের সাহিত্য সম্পাদক পদে কর্মরত আছেন।

এসইউ/আইআই

আরও পড়ুন