ভিডিও EN
  1. Home/
  2. একুশে বইমেলা

বইমেলায় বঙ্গবন্ধুকে নিয়ে ফটো অ্যালবাম

জাগো নিউজ ডেস্ক | প্রকাশিত: ০৫:৩২ পিএম, ১৩ জানুয়ারি ২০১৮

আসছে বইমেলায় ‘ছবির ভাষায় মহানায়ক বঙ্গবন্ধু ও বাংলাদেশ’ নামে একটি ফটো অ্যালবাম প্রকাশিত হতে যাচ্ছে। বঙ্গবন্ধুর দুর্লভ ৬শ’ ছবি সম্বলিত ফটো অ্যালবামটি তৈরি করেছেন আলহামরা নাসরীন হোসেন লুইজা।

ফটো অ্যালবামটি প্রকাশ করেছে বর্ণপ্রকাশ লিমিটেড। এর মূল্য রাখা হয়েছে ২ হাজার পাঁচশ’ টাকা।

অ্যালবাম সম্পর্কে লুইজা বলেন, ‘জাতির পিতা বঙ্গবন্ধুর কর্মময় জীবনের ইতিহাস আগামী প্রজন্মের কাছে তুলে ধরতে এ উদ্যোগ নিয়েছি। আশা করি সবার উপকারে আসবে অ্যালবামটি।’

এছাড়াও বইমেলায় তার কুষ্টিয়া জেলার ইতিহাস, জরায়ুর মুখে ক্যান্সার, অমৃতাক্ষর, দোলন, বিবর্ণ স্বাধীনতা, দস্যু বনহুর, অন্য পটভূমি, স্বপ্ন কথা, হাচিকো, উত্তরের কাহিনী, চন্দ্রভুক পালকির সানাই, উপসংহার, চন্দ্রপ্রভা, আধভাঙা চাঁদ, তবুও সুখি হও, জীবন সমাধান ভাবনাসহ বেশকিছু বই পাওয়া যাবে।

এসইউ/আরআইপি

আরও পড়ুন