মুনশি মুহাম্মদ উবাইদুল্লাহর দুটি বই
আলোর মুখ দেখতে যাচ্ছে মুনশি মুহাম্মদ উবাইদুল্লাহর ‘সভ্যতার সাতকাহন’ ও ‘দাদারাজ্যে যাবার পথে’। আসছে বইমেলায়ও পাওয়া যাবে বই দুটি। বই দুটি প্রকাশ করেছে দারুল ইশাআত প্রকাশনী।
‘সভ্যতার সাতকাহন’ বইতে বিচিত্র সব জীবনাচার আলোচিত হয়েছে। সভ্যতা-সংস্কৃতির মাঝে যে দ্বন্দ্ব; সে সবও এসেছে গুরুত্বপূর্ণভাবে। ৯৬ পৃষ্ঠা সম্বলিত বইটির মূল্য ৮০ টাকা। এছাড়া ‘দাদারাজ্যে যাবার পথে’ বইটি তার ভ্রমণগল্প। ৫২ পৃষ্ঠা সম্বলিত বইটির মূল্য ৬০ টাকা। বই দুটির প্রচ্ছদ করেছেন কাজী যুবাইর মাহমুদ।
বই দুটি পেতে রকমারি ডটকম, খিদমাহ শপ, কিতাবঘরে প্রি-অর্ডার করা যাচ্ছে। এছাড়াও বাংলা বাজারসহ পাওয়া যাবে বাংলাদেশ ও কলকাতার সব অভিজাত লাইব্রেরিতে।
মুনশি মুহাম্মদ উবাইদুল্লাহ ভারতের দারুল উলুম দেওবন্দ ও ঢাকার জামিয়া শারইয়্যাহ মালিবাগ থেকে পড়াশোনা শেষ করেছেন। বর্তমানে গোপালগঞ্জের গওহরডাঙ্গা মাদরাসার ফতোয়া ও আরবি সাহিত্য বিভাগের শিক্ষক।
এসইউ/আইআই