ভিডিও EN
  1. Home/
  2. একুশে বইমেলা

বইমেলায় নতুন বই ৩৬৪৬টি

প্রকাশিত: ০৪:২৯ পিএম, ২৮ ফেব্রুয়ারি ২০১৭

এবারের মেলায় ৩৬৪৬টি নতুন প্রকাশিত হয়েছে। এর মধ্যে ৮৫৮টি মানসম্পন্ন বই নির্ধারণ করেছে কর্তৃপক্ষ। গতবার বই প্রকাশ হয়েছিল মোট ৩৪৪৪টি। মেলা কমিটির সদস্য সচিব ড. জালাল আহমেদের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়।

তিনি বলেন, এটা নিশ্চিত যে, এর চেয়ে বেশিসংখ্যক বই বইমেলায় প্রকাশিত হয়েছে। অনেক প্রকাশক তাদের নতুন সব বইয়ের তথ্য না দেয়ায় প্রকৃতপক্ষে কত নতুন বই এসেছে এ তথ্য পাওয়া যায় না। তবে এবার নতুন বইয়ের স্টলে নতুন বই প্রদর্শনের ব্যবস্থা থাকায় প্রকাশকদের পক্ষ থেকে তাদের ভালো ও মানসম্মত বই তথ্যকেন্দ্রে বেশি দিয়েছেন। এছাড়া এবার আমরা বাংলা একাডেমির একটি কমিটিকে দিয়ে প্রাপ্ত সব বইয়ের মান প্রাথমিকভাবে নিরূপণের চেষ্টা করেছি।

তিনি বলেন, নতুন ৩৬৪৬টি বইয়ের মধ্যে ৮৫৮টি মানসম্পন্ন। এটি নিঃসন্দেহে আশার কথা। এক বছরের গ্রন্থমেলাকে কেন্দ্র করে ৮৫৮টি মানসম্পন্ন বইয়ের প্রকাশ সহজ কথা নয়।

এবার মোড়ক উন্মোচনের জন্য সোহরাওয়ার্দী উদ্যানে ‘মোড়ক উন্মোচন’ মঞ্চ স্থাপন করা হয়। প্রত্যেক বইয়ের মোড়ক উন্মোচনের জন্য এবার ১০০ টাকা রেজিস্ট্রেশন ফি ধার্য করা হয়। এবার মোট ৮৬৭টি নতুন বইয়ের মোড়ক উন্মোচন করা হয়েছে।

এএসএস/এমএইচ/বিএ