ভিডিও EN
  1. Home/
  2. একুশে বইমেলা

বইমেলার শেষ দিনও প্রাণবন্ত

প্রকাশিত: ০১:২০ পিএম, ২৮ ফেব্রুয়ারি ২০১৭

শেষ ভালো যার, সব ভালো তার। তবে এবার শুরুও হয়েছিল ভালো দিয়েই। আর শেষ বেলায়ও ভালো হলো।

মেলার শেষ দিনে মানুষের ডল নামে বাংলা একাডেমি আর সোহরাওয়ার্দী উদ্যানে। দুপুরের পর থেকেই মনে হচ্ছিল ছুটির বিশেষ কোনো দিনের মেলার আয়োজন। সন্ধ্যার পর শাহবাগ পর্যন্ত ছড়িয়ে পড়ে মেলার আবহ।   

bk

সোহরাওয়ার্দী উদ্যান অংশে বইপ্রেমীদের দীর্ঘ লাইন অতিক্রম করে প্রবেশ করতে হয়েছে। একই পরিস্থিতি ছিল বাংলা একাডেমির প্রবেশ গেটেও। দীর্ঘ লাইনে দাঁড়িয়ে প্রবেশ করলেও চোখে মুখে ক্লান্তির চাপ ছিল না মানুষের মাঝে।  

শেষের দিন মেলায় বিক্রিও হয়েছে বেশ। দর্শনার্থীর কম-বেশি সবাই বই কিনিছেন এদিন।

মেলায় আসা ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ছাত্রী আফরোজা আজিজ জাগো নিউজকে বলেন, মেলায় আজ শেষ দিন। এর আগেও মেলায় বেশ কয়েকবার এসেছি। বইও কিনেছি। আজ শেষ দিনের মতো মেলা প্রাঙ্গণে এসেছি। পছন্দের কয়েকটি বইও কিনেছি।

bk

সময় প্রকাশনীর প্রকাশক ফরিদ আহমেদ। তিনি বলেন, ভালোর মধ্য দিয়েই শেষ হলো এবারের মেলা। শেষ দিনেও উপচে পড়া ভিড় ছিল। শেষ দিনে বিক্রিও হয়েছে বেশ।

বাংলা একাডেমির মহাপরিচালক শামসুজ্জামান খান বলেন, শুরু থেকেই প্রাণের আবহ ছিল। শেষ দিনেও প্রচণ্ড ভিড় আমাদের আরও উৎসাহিত করেছে। কোনো অঘটন ছাড়া মেলা শেষ করতে পারায় সবাইকে সাধুবাদ জানাই।

এএসএস/এমএইচ/এসএইচএস/জেআইএম