ভিডিও EN
  1. Home/
  2. একুশে বইমেলা

বই কিনলেই মিষ্টি মেয়ে কবরীর অটোগ্রাফ ফ্রি

প্রকাশিত: ১১:২৫ এএম, ২৮ ফেব্রুয়ারি ২০১৭

বিকেল ৪টা। বাংলা একাডেমিতে বিপিএল স্টলে নানা বয়সী মানুষের ভিড়। স্টলের ভেতরে বসা মধ্য বয়সী এক নারী। ওই নারী হলেন বাংলাদেশের সিনেমা জগতে এককালে সাড়া জাগানো অভিনেত্রী কবরী সারোয়ার।  

Kobori
এক তরুণী এগিয়ে গেলেন সেলফি তুলতে। দোকানি বললেন, বই কিনলেই সেলফি ও অটোগ্রাফ দুটোই ফ্রি। ‘স্মৃতিটুকু থাক’ কবরীর বইটি ৭১০ টাকা দিয়ে ওই তরুণী কিনে নিলেন।

এ সময় অভিনেত্রী কবরী সারোয়ারকে দেখতে ও অটোগ্রাফ নিতে বিপিএলের স্টলে ভিড় জমে গেলো। বয়সের ছাপ মুখশ্রীতে পড়লেও সেই মিষ্টি হাসি আগের মতোই আছে। তিনি অটোগ্রাফ দেয়ার পাশাপাশি টুকটাক কথাও বলছিলেন। এক অচেনা তরুণীর সঙ্গে রীতিমতো গল্প জুড়ে দেন।

Kobori
এ সময় কবরী বলেন, ইচ্ছা থাকলেও ব্যস্ততায় এতদিন আসা হয়নি। কিন্তু শেষদিনে না এসে থাকতে পারলাম না। মেলায় এসে ছোট-বড় সবার সঙ্গে কথা ও গল্প করতে পেরে খুব ভালো লাগছে।



এমইউ/জেএইচ/পিআর