ভিডিও EN
  1. Home/
  2. একুশে বইমেলা

পর্দা নামছে বইমেলার

প্রকাশিত: ০৩:৩৩ পিএম, ২৭ ফেব্রুয়ারি ২০১৭

মাসব্যাপী অমর একুশে বইমেলার পর্দা নামছে আগামীকাল মঙ্গলবার। ১ ফেব্রুয়ারি মেলার উদ্বোধন করেছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মঙ্গলবার সন্ধ্যায় বইমেলার মূলমঞ্চে সমাপনী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখবেন বাংলা একাডেমির মহাপরিচালক অধ্যাপক শামসুজ্জামান খান। বইমেলার প্রতিবেদন উপস্থাপন করবেন অমর একুশে বইমেলা ২০১৭ এর সদস্য সচিব ড. জালাল আহমেদ।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সংস্কৃতি-বিষয়ক মন্ত্রী আসাদুজ্জামান নূর এমপি, বিশেষ অতিথি সংস্কৃতি-বিষয়ক মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব মো. ইব্রাহীম হোসেন খান। সভাপতিত্ব করবেন ইমেরিটাস অধ্যাপক রফিকুল ইসলাম।

অনুষ্ঠানে কবি শামীম আজাদ ও লেখক অনুবাদক নাজমুন নেসা পিয়ারিকে বাংলা একাডেমি পরিচালিত সৈয়দ ওয়ালীউল্লাহ পুরস্কার ২০১৬ প্রদান করা হবে।

এছাড়া অনুষ্ঠানে ২০১৬ সালে প্রকাশিত-বিষয় ও গুণমানসম্মত সর্বাধিকসংখ্যক বই প্রকাশের জন্য চিত্তরঞ্জন সাহা স্মৃতি পুরস্কার ২০১৭, ২০১৬ সালে প্রকাশিত বইয়ের মধ্যে গুণমান ও শৈল্পিক বিচারে সেরা বইয়ের জন্য তিনটি প্রকাশনা প্রতিষ্ঠানকে মুনীর চৌধুরী স্মৃতি পুরস্কার ২০১৭, ২০১৬ সালে প্রকাশিত শিশুতোষ বইয়ের মধ্য থেকে গুণমান বিচারে সর্বাধিক বই প্রকাশের জন্য রোকনুরুজ্জামান খান দাদাভাই স্মৃতি পুরস্কার ২০১৭ এবং ২০১৭ সালের অমর একুশে বইমেলায় অংশগ্রহণকারী প্রকাশনা প্রতিষ্ঠানসমূহের মধ্যে থেকে নান্দনিক স্টল/প্যাভিলিয়ন সজ্জায় সেরা প্রতিষ্ঠান হিসেবে তিনটি প্রকাশনা প্রতিষ্ঠানকে কাইয়ুম চৌধুরী স্মৃতি পুরস্কার ২০১৭ প্রদান করা হবে।
এছাড়া সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠান।

এএসএস/এমআরএম/পিআর

আরও পড়ুন