ভিডিও EN
  1. Home/
  2. একুশে বইমেলা

২০তম দিনে নতুন বই তিন হাজার

প্রকাশিত: ০৪:১৬ পিএম, ২১ ফেব্রুয়ারি ২০১৭

অমর একুশে বই মেলায় ২০তম দিনে নতুন বই এসেছে মোট ২৪৮৪টি। এর মধ্যে কবিতার বই এসেছে সবচেয়ে বেশি। মেলায় এ পর্যন্ত কবিতার বই এসেছে মোট ৭৫৭টি। আর কম সংখ্যক বই এসেছে অভিধান। এ পর্যন্ত মাত্র ২টি অভিধান এসেছে মেলায়।

বাংলা একডেমি সূত্রে জানা যায়, ছুটির দিনগুলোতেই অধিক সংখ্যক বই প্রকাশ পেয়েছে। মেলায় এবারে গল্পের বই ৩৪২টি, উপন্যাস ৪১৪টি, প্রবন্ধ ১১৪টি, কবিতা ৭৫৭টি, গবেষণা ৪৮টি, ছড়া ৭৩টি, শিশুতোষ ৭৯টি, জীবনী ৪৩টি, রচনাবলী ৫টি, মুক্তিযুদ্ধ ৬৯টি, নাটক ১৪টি, বিজ্ঞান ২৭টি, ভ্রমণ ৪৪টি, ইতিহাস ৩২টি, রাজনীতি ১১টি, চিকিৎসা/স্বাস্থ্য ২২টি, কম্পিউার ৩টি, রম্য ১০টি, ধর্মীয় ৪টি, অনুবাদ ১৫টি, অভিধান ২টি সায়েন্স ফিকশন/ গোয়েন্দা ২৭টি এবং অন্যান্য ৩২৯টি প্রকাশ হয়েছে।

মেলার বাকি দিন মিলে এবারে গতবারের রেকর্ড ছাড়িয়ে যাবে বলে আশা করছেন আয়োজক কর্তৃপক্ষ। গতবার প্রায় সাড়ে চার নতুন বই প্রকাশ হয়েছিল মেলায়।

আয়োজক কমিটির সদস্য সচিব ড. জালাল আহমেদ বলেন, এবারের বইয়ের সংখ্যা গতবারকে ছাড়িয়ে যাবে বলে আশা করছি। বই প্রকাশের প্রবাহ থেকেই এমনটিই ধারণা করছি। বিশেষ করে একুশে ফেব্রুয়ারির দিন উল্লেখযোগ্য সংখ্যাক বই এসেছে মেলায়।

এএসএস/এমএইচ/এএইচ/জেআইএম