বইমেলায় মেলায় ঝংকার মাহবুবের প্রোগ্রামিংয়ের বলদ টু বস
অমর একুশে বইমেলায় প্রকাশিত হয়েছে প্রোগ্রামিং নিয়ে ঝংকার মাহবুবের বই ‘প্রোগ্রামিংয়ের বলদ টু বস’। প্রোগ্রামিংয়ে আগ্রহ থাকলেও ইন্টারনেট বা প্রচলিত বইগুলোতে প্রোগ্রামিং অনেক কঠিনভাবে উপস্থাপন করায় অনেকেই ভয় পেয়ে প্রোগ্রামিং শুরু করতে পারে না। কেউ কেউ অল্প একটু শুরু করেই ছেড়ে দিতে বাধ্য হয়। তাদের জন্য বিশেষভাবে রচিত হয়েছে বইটি।
চারপাশের পরিচিত জিনিস দিয়ে, দুই বন্ধুর আড্ডা আর গল্পের ছলে প্রোগ্রামিংকে উপস্থাপন করেছেন ঝংকার মাহবুব।
বইটিতে প্রোগ্রামিংয়ের সামান্য ধারণা নিয়ে শুরু করে মজায় মজায় প্রোগ্রামিংয়ের ডাটা স্ট্রাকচার, অ্যালগরিদম, অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং, প্রফেশনাল লেভেলের সফটওয়্যার বানানোর সিস্টেম সাবলীলভাবে উপস্থাপন করা হয়েছে। তাছাড়াও প্রোগ্রামার হওয়ার সবচেয়ে সহজ এবং কার্যকরী নির্দেশনা, উদাহরণ ও অনুশীলন করার পথ দেখানো হয়েছে এই বইতে।
বইটির মূল্য ২০০ টাকা। বইমেলা উপলক্ষে ২৫% ছাড়ে ১৫০ টাকায় পাওয়া যাচ্ছে আদর্শ প্রকাশনীতে (বইমেলা স্টল ৪৯৬-৪৯৭)।
এআরএস/পিআর