মাসউদ আহমাদের রূপচানের আশ্চর্য কান্না
অমর একুশে বইমেলায় বের হয়েছে তরুণ গল্পকার ও ঔপন্যাসিক মাসউদ আহমাদের নতুন উপন্যাস ‘রূপচানের আশ্চর্য কান্না’। বইটি প্রকাশ করেছে সময় প্রকাশন।
উপন্যাসে রূপচানের ধূসর জীবনের মধ্যদিয়ে উঁকি দেয় উত্তরবঙ্গের গ্রামীণ জনপদের নিখুঁত চিত্র, যেখানে নানাশ্রেণিপেশার মানুষ মিলেমিশে দিনযাপন করে। সুখেদুঃখে পাশে দাঁড়ায়। হাসে। কাঁদে। নানামুখি সংকট ও অসুখে জীবন পার করে। এই উপন্যাস সেসব মানুষেরই দিনযাপনের রেখাচিত্র।
রূপচানের আশ্চর্য কান্নার প্রচ্ছদ করেছেন ধ্রুব এষ। বইটির দাম রাখা হয়েছে ১৫০ টাকা। বইমেলার ১ নম্বর প্যাভিলিয়নে বইটি পাওয়া যাবে।
গত বইমেলায় সময় প্রকাশন থেকে প্রকাশিত হয়েছিল মাসউদের প্রথম উপন্যাস ‘নিজের সঙ্গে একা’। উপন্যাসটি একটি অনলাইন নিউজ পোর্টালের ‘আলোচিত ১০ উপন্যাস’-এ স্থান পেয়েছিল।
এসইউ/আরআইপি