ভিডিও EN
  1. Home/
  2. একুশে বইমেলা

শিশু-কিশোরদের জন্য রণজিৎ সরকারের চার বই

প্রকাশিত: ০৫:২২ এএম, ১২ ফেব্রুয়ারি ২০১৭

সাহিত্যিক ও সাংবাদিক রণজিৎ সরকার নিয়মিত গল্প-উপন্যাস লিখে যাচ্ছেন। তার প্রকাশিত বইয়ের সংখ্যা গল্প- উপন্যাস মিলিয়ে ৩২টি।

এবারের বইমেলায় শিশু-কিশোরদের নিয়ে লেখা চারটি বই এসেছে রণজিৎ সরকারের। এর মধ্যে জাতীয় চার নেতার জীবনের উপর লেখা গল্প। বইটার নাম ‘গল্পে গল্পে জাতীয় চার নেতা’। বইটি প্রকাশ করেছে শব্দশৈলী। রূপ প্রকাশন থেকে এসেছে একটি কিশোর উপন্যাস ‘ফার্স্ট গার্লের সেলফি কাণ্ড’। উপন্যাসের কাহিনি সেলফি নিয়ে। ‘সুস্মিতা নিয়মিত স্কুলে যায়’ শিক্ষামূলক গল্পের বই। বইটি প্রকাশ করেছে শিশুরাজ্য প্রকাশন। বাবুই থেকে এসেছে গল্পের বই ‘পরীর সাথে দেশ ঘুরি’।

এসইউ/এমএস

আরও পড়ুন