ভিডিও EN
  1. Home/
  2. একুশে বইমেলা

বইমেলায় জেসমিন চৌধুরীর নিষিদ্ধ দিনলিপি

প্রকাশিত: ০৬:৫৯ এএম, ২৫ জানুয়ারি ২০১৭

অমর একুশে বইমেলা ২০১৭ তে প্রকাশ হতে যাচ্ছে জেসমিন চৌধুরীর ‘নিষিদ্ধ দিনলিপি’। বইটি প্রকাশ করছে শব্দশৈলী প্রকাশনী। প্রচ্ছদ করেছেন সোহেল আনাম।

বইটির ভূমিকায় কথাসাহিত্যিক সেলিনা হোসেন লিখেছেন, ‘জেসমিন আপন আলোয় দেখেছে চারপাশের মানুষকে- নিজেকে দেখেছে আপন অভিজ্ঞতার আলোকে- তাই অবলীলায় বলতে পেরেছে ‘আপনাদের আগুন আমাকে ধ্বংস করতে পারেনি।’ এভাবে এই বইয়ের সব লেখায় মেসেজ আছে। পড়তে ভালোলাগার ঔজ্জ্বল্য আছে।

এই সংকলনের লেখাগুলো সহজ ভাষায় সুতীক্ষ্ণ উচ্চারণে চেতনাগত দিক থেকে মর্মস্পর্শী। প্রতিরোধের জায়গা থেকে এবং পরিস্থিতি বোঝার নিজস্ব শক্তি থেকে তেজস্বী।’

বইটি সম্পর্কে লেখক জেসমিন চৌধুরী বলেন, ‘বইটিতে বিভিন্ন সময়ে প্রকাশিত কলাম অন্তর্ভুক্ত করা হয়েছে। এর প্রতিটি কলাম বাস্তব জীবনের টুকরো গল্প। যেখানে অভিজ্ঞতার আলোকে সামাজিক সমস্যাগুলো তুলে ধরা হয়েছে। আশাকরি লেখাগুলো জীবনযুদ্ধে নারীদের সাহস জোগাবে।’

বইটি মেলার শুরু থেকে সোহরাওয়ার্দী উদ্যানে শব্দশৈলী প্রকাশনীর স্টলে পাওয়া যাবে।

এসইউ/পিআর

আরও পড়ুন