ভিডিও EN
  1. Home/
  2. একুশে বইমেলা

গত বছরের তুলনায় বিক্রি বেশি হয়েছে বইমেলায়

প্রকাশিত: ০৬:০৪ পিএম, ২৮ ফেব্রুয়ারি ২০১৫

হরতাল-অবরোধ, বই এবং প্রকাশনী নিষিদ্ধ, সময় বৃদ্ধির দাবি, সবশেষে লেখক অভিজিৎ রায়ের নির্মম হত্যাকাণ্ডের মধ্য দিয়ে এবছরের মতো শেষ হলো বইপ্রেমীদের সবচেয়ে বড় উৎসব অমর একুশে গ্রন্থমেলা।

দিন না বাড়ালেও শেষ ৩ দিন সময় বাড়ানো হয় বইমেলার। সে অনুযায়ী বইমেলার শেষ দিনে সকাল ১১টায় খুলে যায় মেলার প্রবেশদ্বার। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বাড়তে থাকে ভিড়। মাসজুড়ে বেছে রাখা নিজেদের পছন্দের বইগুলো পাঠকরা কিনেছেন শেষ দিনে এসে। অনেককেই লিখে নিয়ে আসা তালিকা ধরে বই কিনতে দেখা যায়।

এদিকে লেখক ও ব্লগার অভিজিৎ রায়ের হত্যার প্রতিবাদে উত্তাল হয়ে ওঠা বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণের বিক্ষোভ কর্মসূচির আঁচ লেগেছিল গ্রন্থমেলাতেও।  

কিন্তু সেসব কিছুই উৎসাহী পাঠকদের দমাতে পারেনি।

অন্যপ্রকাশ থেকে হুমায়ুন আহমেদের লেখা বই কিনছিলেন সাঈদ আরমান। তিনি বলেন, এক বছরের জন্য আবারও শেষ হয়ে যাচ্ছে মেলা। আবারও অপেক্ষা। এবার মেলাতেও প্রিয় লেখক হুমায়ুন আহমেদ-এর শূন্যতা অনুভব করেছি’।

মেলা আয়োজক সূত্রে জানা গেছে, মেলায় এবার রেকর্ডসংখ্যক বই বিক্রি হয়েছে। হরতাল অবরোধ হওয়া সত্ত্বেও গত বছরের তুলনায় এবার বই বিক্রি বেড়েছে।

বইমেলা প্রাঙ্গণে সারা দিনই ছিল বড়-ছোট, শিশু-বৃদ্ধসহ সব বয়সী মানুষের ভিড়। বিদায়ের সুরেই রাত নয়টায় মেলা শেষ হওয়ার আগ পর্যন্ত অগণিত পাঠকের কলরবে মুখরিত ছিল বাঙালির প্রাণের এই মেলা।

এসআরজে