ভিডিও EN
  1. Home/
  2. একুশে বইমেলা

ক্ষুদে বইপ্রেমী ইহাব বিন ইফতেখার

প্রকাশিত: ১২:১৯ পিএম, ০৪ ফেব্রুয়ারি ২০১৫

শুরু হয়েছে প্রাণের বই মেলা। মেলা উপলক্ষে ফেব্রুয়ারীর প্রথম দিন থেকেই বাংলা একাডেমি প্রঙ্গণে আসতে শুরু করেছে বৃদ্ধ তরুণ ও যুবারা। বাদ যাচ্ছে  না শিশুরাও। বুধবার মেলার চতুর্থ দিনেও এর ব্যতিক্রম হয়নি। স্বাভাবিক সময়ে  শুরু হয় মেলা। আসতে শুরু করে ছোট্টরাও। তবে এ দিন মেলায় আসা সব শিশুদের চেয়ে একটু আলাদা মনে হয় ইহাবকে। তাইতো এক ফাঁকে ছোট এ বইপ্রেমীর সাক্ষাৎকার নেন জাগো নিউজের প্রতিবেদক রবিউল কমল।

তোমার নাম কি?
-আমার নাম ইহাব বিন ইফতেখার। আব্বু-আম্মু ইহাব বলে ডাকে।
তুমি কি স্কুলে যাও?
-হ্যাঁ আমি স্কুলে যায়। কেজি টু’তে পড়ি।
তোমার স্কুলের নাম কি?
-আমার স্কুলের নাম সাউথ পয়েন্ট স্কুল।
মেলায় কেন এসেছো?
-আমি নতুন বই কিনবো তাই মেলায় এসেছি।
তুমি বই পড়?
-আমি প্রতিদিন বই পড়ি।
বই পড়তে তোমার কেমন লাগে?
-বই পড়তে আমার খুব ভালো লাগে, আমি খুব মজা পাই।
তুমি কিসের বই পড়?
-গল্প আর কার্টুনের বই বেশি পড়ি।
বই কিনতে চাইলে আব্বু কি বকে?
-না,আমার আব্বু অনেক ভালো, আম্মুও খুব ভালো। আমাকে অনেক বই কিনে দিয়েছে। আমাকে একদম বকে না। তবে দুষ্টুমি করলে বকে।
বইমেলা তোমার কেমন লাগছে?
-খুব ভালো লাগছে,এখন নতুন নতুন অনেক বই আছে।
আজকের পরে কি আবার মেলায় আসবে?
-আসবো তো। কার্টুনের বই কিনতে আসবো।

আরকে/এএইচ/আরআই