ভিডিও EN
  1. Home/
  2. একুশে বইমেলা

বইমেলায় ফ্রি ইন্টারনেট

প্রকাশিত: ১২:২৩ পিএম, ০১ ফেব্রুয়ারি ২০১৫

অমর একুশে বইমেলা প্রাঙ্গণকে এবারও ওয়াই-ফাই জোনের আওতায় আনা হয়েছে। পাশাপাশি বাংলা একাডেমীর বর্ধমান ভবনের উত্তর পাশের মিডিয়া সেন্টারে সংবাদকর্মীদের জন্য বিনামূল্যে ইন্টারনেট ব্যবহারের সুবিধা রাখা হয়েছে।

সরকারি মোবাইল ফোন কোম্পানি টেলিটক বাংলাদেশ বইমেলায় উভয় অংশে ওয়াইফাইয়ের মাধ্যমে বিনামূল্যে ইন্টারনেট ব্যবহারে সুবিধা দিচ্ছে। এজন্য ইতোমধ্যে তারা নেটওয়ার্ক তৈরির কাজ শেষ করেছে।

 বিষয়ে টেলিটক বাংলাদেশের কাস্টমার কেয়ার অ্যাসোসিয়েট সিরাজুল ইসলাম জানান, টেলিটক মেলায় আগতদের বিনামূল্যে ইন্টারনেট সুবিধা দিবে। স্মার্টফোন, ট্যাব, ল্যাপটপ কিংবা নোটবুকে ইন্টারনেট এই সুবিধা পাওয়া যাবে।

তিনি আরো জানান, টেলিটকের ওয়াইফাই বইমেলায় উন্মুক্ত করে দেয়া হয়েছে। ব্যবহারকারীদের ইন্টারনেট সংযোগ পেতে কোন পাসওয়ার্ড ব্যবহার করতে হবে না।

এবিষয়ে বাংলা একাডেমির জনসংযোগ কর্মকর্তা মুর্শিদ আনোয়ার জানান, বইমেলার উভয় অংশে মেলায় আগতদের জন্য ইন্টারনেটের সুবিধা রাখা হয়েছে। এছাড়া সাংবাদিকদের জন্য মিডিয়া সেন্টারে ইন্টারনেট সংযোগ রয়েছে।

এসআই/আরএস/পিআর/এএ