ভিডিও EN
  1. Home/
  2. একুশে বইমেলা

বৈশাখী শিরোনামে যত বই

সালাহ উদ্দিন মাহমুদ | প্রকাশিত: ০৩:৪৬ পিএম, ০৯ এপ্রিল ২০২৫

বৈশাখ বাংলা মাসের প্রথম মাস। বাংলা নববর্ষ বরণের সব আয়োজন এই বৈশাখকে ঘিরে। পহেলা বৈশাখ পালিত হয় বাঙালির ঐতিহ্যের অংশ হিসেবে। বৈশাখকে কেন্দ্র করে রচিত হয় গল্প, কবিতা, গান, নাটক প্রভৃতি। আজ তুলে ধরবো বৈশাখী শিরোনামের কিছু বইয়ের পরিচিতি—

বৈশাখ হে

বৈশাখ বলতেই বাঙালির নববর্ষের পরে যে উৎসবের কথা মনে পড়ে; সেটি পঁচিশে বৈশাখ—রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন। নববর্ষ, জন্মদিন ও বৈশাখ-প্রসঙ্গে তাঁর কবিতা ও গানের এক অভিনব সংগ্রহ ‘বৈশাখ হে’। পাতায়-পাতায় নন্দলাল বসুর আঁকা দুর্লভ সব চিত্র ছাড়াও রয়েছে রবীন্দ্র-রচিত বেশ কিছু কবিতা ও গানের মূল পাণ্ডুলিপির প্রতিলিপি। রবীন্দ্রচর্চা ও প্রিয়জনকে উপহার দিতে বিচিত্রা পাবলিশার্স প্রকাশিত এ আকরগ্রন্থটি নিঃসন্দেহে সংগ্রহযোগ্য। বইটির মুদ্রিত মূল্য ২৫০ টাকা।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

বৈশাখে রচিত পঙ্ক্তিমালা

সব্যসাচী লেখক সৈয়দ শামসুল হক রচিত কবিতার বই ‘বৈশাখে রচিত পঙ্ক্তিমালা’। ২০১৭ সালে বইটির ২য় মুদ্রণ প্রকাশ করে চারুলিপি প্রকাশন। ৪৮ পৃষ্ঠার বইটির মূল্য রাখা হয়েছে ৬৫ টাকা।

বৈশাখের হাহাকার ও অন্যান্য

কথাসাহিত্যিক মুহম্মদ জাফর ইকবাল রচিত ‘বৈশাখের হাহাকার ও অন্যান্য’ বইটি সায়েন্স ফিকশন। ২০০৮ সালের ১ ফেব্রুয়ারি বইটি প্রথম প্রকাশিত হয়। এটি মুহম্মদ জাফর ইকবালের লেখা একটি জনপ্রিয় গল্পের বই। বইটি প্রকাশ করেছেন সুবর্ণ প্রকাশনী। ৯৮ পৃষ্ঠায় মুদ্রিত বইটির মূল্য রাখা হয়েছে ১০০ টাকা।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

আরও পড়ুন

পহেলা বৈশাখ: বাঙালির ঐতিহ্যের বাহক

বাংলাদেশের সমাজ, সভ্যতা ও সংস্কৃতি প্রসঙ্গে ড. আনু মাহ্মুদ সম্পাদনা করেছেন ‘পহেলা বৈশাখ: বাঙালির ঐতিহ্যের বাহক’। বইটি প্রকাশ করেছে প্রকাশনা প্রতিষ্ঠান ঐতিহ্য। বইটির মূল্য রাখা হয়েছে ৪০০ টাকা।

বিজ্ঞাপন

বৈশাখী মেলা ও অন্যান্য

শিল্প, সংস্কৃতি, কৃষ্টি, ঐতিহ্য এবং বৈশাখী মেলা কেন্দ্রীক মনজুরুর রহমানের লেখা বই ‘বৈশাখী মেলা ও অন্যান্য’। বইটি প্রকাশ করেছে আগামী প্রকাশনী। বইটির মুদ্রিত মূল্য ১০০ টাকা।

পহেলা বৈশাখ

মাওলানা শামসুদ্দিন ইয়াসিন রচিত হাফেজ মাওলানা মুহাম্মদ হাবীবুর রহমান সম্পাদিত ইসলামি বই ‘পহেলা বৈশাখ’। ২০১৪ সালে বইটি প্রথম প্রকাশ করেছে আল-কাউসার প্রকাশনী। ১১২ পৃষ্ঠার বইটির মুদ্রিত মূল্য ১৮০ টাকা।

বাংলা নববর্ষ অজানা বৈশাখ

বাংলাদেশের সমাজ ও সংস্কৃতি বিষয়ে মুফতী যুবায়ের আহমদ রচিত ইসলামি বই ‘বাংলা নববর্ষ অজানা বৈশাখ’। বইটি প্রকাশ করেছে হিলফুল ফুযুল প্রকাশনী। ৪৮ পৃষ্ঠার বইটির মুদ্রিত মূল্য ৪০ টাকা।

বিজ্ঞাপন

এসইউ/এমএস

আরও পড়ুন

বিজ্ঞাপন